![কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ] 1 কান্দিসনারে বিন্দিয়া](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_211/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/0-e1645359687712-300x211.jpg)
“কান্দিসনারে বিন্দিয়া” গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী মুজিব পরদেশী । তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।
কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মুজিব পরদেশী
কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ]
কান্দিস না রে
কান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
যাইবি চলিয়া
কান্দিস না রে
![কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ] 2 কান্দিসনারে বিন্দিয়া](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_207,h_315/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-65.jpg)
কান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
যাইবি চলিয়া
কান্দিস না রে
কান্দিস না রে।
বাপ মা ভাই ব্রাদার
দেখতে যাইব তোরে আবার।।
স্বামীর ঘরে সুখে থাকিস
জীবন ভরিয়া
কান্দিস না রে
কান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
মুজিব পরদেশীঃ
![কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ] 3 কান্দিসনারে বিন্দিয়া](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_232,h_218/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-21.jpg)
কান্দিসনারে বিন্দিয়া গানের গায়ক মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
আরও দেখুনঃ