“ওগো বর্ষা তুমি ঝরো না গো” গানটি বাংলার খুবই জনপ্রিয় একটি গান । গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে । মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।
ওগো বর্ষা তুমি ঝরো না গো [ Ogo Barsha Tumi Jhoro Na Go ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মান্না দে
ওগো বর্ষা তুমি ঝরো না গো [ Ogo Barsha Tumi Jhoro Na Go ]
ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারই চাঁদ আমার থাকুককেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারই চাঁদ আমার থাকুককেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন?
লক্ষ্মী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন?
লক্ষ্মী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে