রাগ মিয়া কি সারং । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ মিয়া কি সারং উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর রাগাঙ্গ সারং। কথিত আছে এই রাগটি তৈরি করেছিলেন মিঞা তানসেন।

রাগ মিয়া কি সারং

রাগ মিয়া কি সারং

এই রাগে আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়। মিঞা কি মল্লার -এর সাথে সারং এর মিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এর পূর্বাঙ্গে সারং (পর, মর, ণপ) এবং উত্তরাঙ্গে মিঞা কি মল্লার -এর (ণ ধ ন র্স) প্রয়োগ হয়ে থাকে। উত্তরাঙ্গে মল্লার-এর রূপ ফুটে উঠে ণধনর্স এর মাধ্যমে। পক্ষান্তরে পূর্বাঙ্গে ণপ মর সারং-এর রূপ ফুটে উঠে।

 

মিঞা কি মল্লার সাথে সারং মিশ্রণে তৈরি হয়েছে মিঞা কি সারং ।

আরোহণ: স র ম র, প মপ, ণধনর্স।

অবরোহণ : র্স ণপ, ণপ, মর ন্‌স
ঠাট : কাফি

জাতি : ষাড়ব-ষাড়ব (গান্ধার বর্জিত)।

বাদীস্বর : ঋষভ

সমবাদী স্বর : পঞ্চম

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা দ্বিপ্রহর।
পকড় : মরপ, মপ, মর স, ণ্‌ধ্ ন্‌স।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

 

Leave a Comment