![আট আনার জীবন (2016) [ Atanar Jibon ] 1 আট আনার জীবন](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_270,h_270/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/avatars-000116906673-z5e92u-t240x240.jpg)
“আট আনার জীবন” গানটি বাংলাদেশ এর সংগীতশিল্পী মনির খান এর গাওয়া গান । গানটি মনির খান এর অ্যালবাম আবার কেন পিছু ডাকো এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি লিখেছেন গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ।
আট আনার জীবন [ Atanar Jibon ]
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মনির খান
আট আনার জীবন [ Atanar Jibon ]
আট আনার জীবন
চার আনা ঘুমে
দুই আনা প্রেমের বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
আট আনার জীবন
চার আনা ঘুমে
দুই আনা প্রেমের বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
দুই ছটাক চক্ষু
দুই নদী পানি
ক্যামনে বলো ধরে
এক ভরি অন্তর
![আট আনার জীবন (2016) [ Atanar Jibon ] 2 আট আনার জীবন](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_206,h_310/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-06T131808.086.jpg)
তিন পাহাড় দুঃখ
ক্যামনে বলো ধরে
দুই ছটাক চক্ষু
দুই নদী পানি
ক্যামনে বলো ধরে
এক ভরি অন্তর
তিন পাহাড় দুঃখ
ক্যামনে বলো ধরে
বিচ্ছেদেরই সহজ নামতা
তুমি বোঝো নাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
দেড় পোয়া মগজ
ছয় কালের স্মৃতি
ক্যামনে বলো ধরে
ছয় ফোটা রক্তে
নয় চিতার জ্বলন
ক্যামনে বলো ধরে
দেড় পোয়া মগজ
ছয় কালের স্মৃতি
ক্যামনে বলো ধরে
ছয় ফোটা রক্তে
নয় চিতার জ্বলন
ক্যামনে বলো ধরে
বিরহেরই সহজ অঙ্ক
তুমি বোঝো নাকি?
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
আট আনার জীবন
চার আনা ঘুমে
দুই আনা প্রেমের বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
আট আনার জীবন
চার আনা ঘুমে
দুই আনা প্রেমের বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
আহমেদ ইমতিয়াজ বুলবুলঃ
![আট আনার জীবন (2016) [ Atanar Jibon ] 3 আট আনার জীবন](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_395,h_221/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-06T131814.558.jpg)
আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ১৯৭০-এর দশকের শেষ লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াফিজ আহমেদ ও মাতার নাম ইফাদ আরা নাজিমুন নেসা। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৬ সাল থেকে সাল থেকে নিয়মিত গান করেন।আমার গরুর গাড়িতে গানটিও তারই লেখা । ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন।
তিনি ২২ জানুয়ারি ২০১৯ ৬৩ বছর বয়সে মৃতুবরন করেন।
মনির খানঃ
![আট আনার জীবন (2016) [ Atanar Jibon ] 4 আট আনার জীবন](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_202,h_304/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-06T131931.149.jpg)
আট আনার জীবন গানের গায়ক মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।
১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।
আরও দেখুনঃ