আমি সকল কাজের পাই [ Ami Sokol Kajer Pai ]

আমি সকল কাজের পাই
পান্নালাল ভট্টাচার্য

“আমি সকল কাজের পাই” গানটি একটি শ্যামাসংগীত গানটি গেয়েছেন এবং লিখেছেন শ্যামাসঙ্গীতের এক প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী পান্নালাল ভট্টাচার্য । 

আমি সকল কাজের পাই [ Ami Sokol Kajer Pai ]

গীতিকারঃ পান্নালাল ভট্টাচার্য

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ পান্নালাল ভট্টাচার্য

আমি সকল কাজের পাই [ Ami Sokol Kajer Pai ]

আমি-সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি-সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি চাহি দারা সুত সুখ সম্মিলন

তব সঙ্গ সুখ চাইনে।

আমি-সকল কাজের পাই হে সময়

আমি সকল কাজের পাই
পান্নালাল ভট্টাচার্য

তোমারে ডাকিতে পাই নে।

আমি কতই যে করি বৃথা পর্যটন

তোমার কাছে তো যাই নে এ এ এ

আমি কত কি যে খাই ভষ্ম আর ছাই

তব প্রেমামৃত খাইতে।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে।

আমি কত গান গাহি মনের হরষে

তোমার মহিমা গাইনে,

আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই

জ্ঞান আঁখি মেলে চাই নে।

আমি কার তরে দেই আপনা বিলায়ে

ও পদতলে বিকাই নে এ এ এ

আমি কার তরে দেই আপনা বিলায়ে

ও পদতলে বিকাই নে এ এ এ

আমি সবারে শিখাই কত নীতি কথা

মনেরে শুধু শিখাইনে।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে।

আমি চাহি দারা সুত সুখ সম্মিলন

তব সঙ্গ সুখ চাইনে।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে।

পান্নালাল ভট্টাচার্যঃ

আমি সকল কাজের পাই
পান্নালাল ভট্টাচার্য

পান্নালাল ভট্টাচার্যPannalal Bhattacharya)  বাংলা ভক্তিগীতির জগতে বিশেষকরে শ্যামাসঙ্গীতের এক প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী ছিলেন। তার গাওয়া বেশিরভাগ শ্যামাসঙ্গীতের গীতিকার হলেন বাংলার শাক্ত কবি রামপ্রসাদ সেন, নয় তো কমলাকান্ত ভট্টাচার্য। পান্নালাল বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালির বারেন্দ্র পাড়ায় জন্ম গ্রহণ করেন ১৯২৯ খ্রিস্টাব্দে এক শাক্ত পরিবারে। তার পিতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য  তার জন্মের আগেই মারা যান। মাতা অন্নপূর্ণা দেবী সুন্দর গান গাইতেন। পান্নালালের ইচ্ছা ছিল চলচ্চিত্রের নেপথ্য গায়ক হবেন, আধুনিক গান গাইবেন। পান্নালাল ধনঞ্জয় ভট্টাচার্যের কথামতো আধুনিক আর ছবিতে নেপথ্য সঙ্গীত  ছেড়ে ভক্তিমূলক গানকে নিজের কণ্ঠে ঠাঁই দিলেন এবং প্রকৃত অর্থে সাধক -গায়ক হয়ে উঠলেন।

তিনি আত্মহনন করেন ১৯৬৬ খ্রিস্টাব্দের ২৭ শে মার্চ । 

আরও দেখুনঃ 

Leave a Comment