নাম ছিল না লিরিক্স | nam cilo na lyrics | আরনব | Arnob | 2008

নাম ছিল না লিরিক্স: শায়ান চৌধুরী অর্ণব (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৭৮; র্ণব নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। প্রথমদিকে তিনি বাংলাদেশী বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করলেও পরবর্তীকালে প্রেয়ার হল নামে আলাদা একটি ব্যান্ড গঠন করেন। বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলা প্রথম মৌসুমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

নাম ছিল না লিরিক্স | nam cilo na lyrics | আরনব | Arnob | 2008

Singer : সায়ান চৌধুরী অর্ণব
Album : The Gurus of Love (২০০৮)

 

নাম ছিল না লিরিক্স | nam cilo na lyrics | আরনব | Arnob | 2008

 

নাম ছিল না লিরিক্স

তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোনো বিষন্ন সুর
সন্ধ্যে বেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়,
বুকে রাখে যেসব পাহাড়।

আমি তাদের ছায়ার মতো
তোমার খোঁজে অবিরত
শূন্যে হাঁটি শূন্যে ভাসি
না পাওয়া এক আজব ক্ষত
রাতের তারায় একলা হাসি।

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না, নাম ছিলো না। [২ বার ]
শূন্যে নামে যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ,
তোমার কি তা জানতে বারণ। [২ বার]

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না, নাম ছিলো না..

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না, নাম ছিলো না..
তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না, নাম ছিলো না..
নাম ছিল না লিরিক্স | nam cilo na lyrics | আরনব | Arnob | 2008

 nam cilo na lyrics :

Tomar jonno sokal dupur
Bajiye kono bishonno sur
Sondhey belar jotney andhar
Buke rakhe je shob pahar
Ami tader chayar moto
Tomar khoje obiroto
Shunne haati shunne vashi
Na paowa ek ajob khoto
Raater taray ekla haasi
Tumi tader nam dile na
Moner bhule keu dilo na
Tomar deya amar kono naam chilo na
নাম ছিল না লিরিক্স | nam cilo na lyrics | আরনব | Arnob | 2008

শায়ান চৌধুরী অর্ণব (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৭৮; অর্ণব নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। প্রথমদিকে তিনি বাংলাদেশী বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করলেও] পরবর্তীকালে প্রেয়ার হল নামে আলাদা একটি ব্যান্ড গঠন করেন। বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলা প্রথম মৌসুমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

একক সঙ্গীতজীবনে তার ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।২০১৫ সালের এপ্রিলে মুক্তি পায় তার ষষ্ঠ একক অ্যালবাম খুব ডুব। সঙ্গীতের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে কণ্ঠ দিয়েছেন এবং টেলিভিশন বিজ্ঞাপনে জিঙ্গেল করেছেন। জাগো (২০১০) বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন আহা! (২০০৭), মনপুরা (২০০৯) চলচ্চিত্রে। ১৯৯৮ সালে তিনি কলকাতার বাংলা চলচ্চিত্রে গান করেন। অর্ণব ২০১৩ সাভার ভবন ধস নিয়ে মৃত্তিকা গুণের লেখা মন খারাপের বৃষ্টি শিরোনামে একটি গান করেন।

আরও দেখুন :

 

Leave a Comment