আজব টাকা লিরিক্স – Ajob taka lyrics | মোহাম্মদ বদরুজ্জামান [muhammad badruzzaman

আজব টাকা গানটি সুর করেছেন ও গেয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান। সাথে সহ শিল্পী ছিলেন তানজিম রেজা, ইলিয়াস আমিন, সালমান সাদী, আবির হাসান, ইমরানুল ফারহান প্রমুখ। গানটি লিখেছেন কাজী মারুফ। মুহাম্মদ বদরুজ্জামান কেবলমাত্র একজন ইসলামী সঙ্গীত শিল্পী নয়, পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং সফল সংগঠক। মাদরাসা থেকে কোরআনে হাফেজ হওয়ার পাশাপাশি আল হাইয়াতুল উলিয়া বোর্ডের অধীনে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন এবং পাশাপাশি তিনি কৃতিত্বের সাথে দাখিল আলিম পাশ করে অনার্স সম্পন্ন করেন।

আজব টাকা লিরিক্স
Ajob taka lyrics

আজব টাকা লিরিক্স - Ajob taka lyrics | মোহাম্মদ বদরুজ্জামান [muhammad badruzzaman

টাকা টাকা টাকারে আজব টাকা…
টাকা ছাড়া দোনিয়াটা লাগে যে ফাঁকা
টাকা টাকা টাকারে আজব টাকা…

টাকা তুমি দুনিয়ার সুখের দোয়ার,
টাকা তোমার জন্য সব হয় একা কার…
টাকা তুমি কেরে নাও অনেকের ঘুম
সৎ কিবা অসতের পাও কত চুম
টাকা তুমি মার মুখে ফোটাও হাঁসি
কেউ ছুতে পারেনা কেউ কেউ রাশি রাশি

টাকা তুমি মা বাবার আদরের ধন,
স্নেহ মায়া-মমতা রাখে সারাক্ষণ
টাকা তুমি শশুরের যোগ্য জামাই
শালা আর শালীদের প্রিয় দুলাভাই
“তোমার জন্য হয় কতজন খুণ
শান্তির সংসারে জ্বালাও আগুন”…
আপন জনের মাঝে দন্দ বাঁধাও…
নিমিশেই আপনকে পড় করে দাও
বহু দূরে চলে যায় মামা খালু কাকা

টাকা টাকা টাকারে আজব টাকা
টাকা ছাড়া দোনিয়াটা লাগে যে ফাঁকা….
টাকা টাকা টাকারে আজব টাকা…

গানটির ভিডিও:

 

মুহাম্মদ বদরুজ্জামানের পরিচয় (Introduction):

সম্পূর্ণ নামমুহাম্মদ বদরুজ্জামান
ডাক নামজামান
বয়স (Age)৩৩ বছর
জন্ম তারিখ (Birthday)২২ শে মার্চ ১৯৮৯
জন্মভূমিরায়পুরা নরসিংদী, বাংলাদেশ
ইস্থায়ি ঠিকানারায়পুরা নরসিংদী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
লিঙ্গপুরুষ
ধর্মইসলাম
পেশাইসলামিক সঙ্গীত
রাজনৈতিক অবস্থাজানা নেই
ফোন নম্বরজানা নেই

 

 

Leave a Comment