ও পিয়া রে পিয়া লিরিক্স, গানটি মজনু ছবির গান। গানটি তে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও জুন বেনারজি।
Table of Contents
ও পিয়া রে পিয়া লিরিক্স | o piya re piya lyrics | mojnu। arijit singh | june banerjee
Movie Name : Majnu
Singer : Arijit Singh And June Banerjee
Music : Savvy Gupta
Lyrics : Prosen
Director : Rajib Biswas
Label : SVF
ও পিয়া রে পিয়া লিরিক্স
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয়তো দে উড়িয়ে (2)
হো.. আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে…
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে (2)
এলো আলাপ এর দিন
কেনো আজ থাকিস দুরে
এলো হাওয়া কি রঙ্গিন
বেঁচে ও তো থাকছে মরে
হো আমাদের মনের
দেওয়া নেওয়া কবে
হয়ে গেছে আনেক আগে…
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে (2)
আসে উদাস এ সময়
তোকে মনে পড়ে রোজ
ভাসে না পাওয়ার ভয়
মনের অবস্থাটা বোঝ
হো আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে…
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে (2)
o piya re piya lyrics in english
জুন ব্যানার্জি :
জুন ব্যানার্জি হলেন এক ভারতীয় এবং বাঙালি গায়ক, যিনি খোকাবাবু, লোরাই প্রভৃতি ছবিতে গান করেছিলেন তিনি জনপ্রিয় বাংলা গানের সোনিয়ে তু জানিয়ে তু, লায়লা লায়লার গায়ক ছিলেন। জুন তার গাওয়া জীবন শুরু করেছিলেন বিজ্ঞাপন জিংল গাওয়ার মাধ্যমে। পরে তিনি চিরোদিনী তুমি জে আমার ছবিতে প্রথম ব্রেক পান।
অরিজিৎ সিং:
অরিজিৎ সিং (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়। তবে ২০১৩ সালে মুকেশ ভাট এর আশিকি ২ মুভিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
বিশেষ করে ঐ ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সকল সংগীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন।
২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সংগীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।
২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ।
অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।
রও দেখুনঃ
- তুই শুধু আমারি লিরিক্স | Tui shudu amari lyrics | Samz Vai | শামজ ভাই
- যুবতি রাধে গানের লিরিক্স | juboti radhe lyrics | লোকসংগীত
- বাহুডোরে লিরিক্স | bahudore lyrics | imran mahmudul
- বাবা মানে হাজার বিকেল লিরিক্স | baba mane hajar bikel | তাসনিম সাদিয়া
- মহারাজ একি সাজে লিরিক্স [ Maharaj eki saje lyrics ] । রবীন্দ্রনাথ ঠাকুর