অনেক তারার ভিড়ে লিরিক্স | Onek tarar vhire lyrics | Atif Ahmed Niloy নিলয় ২০ আগস্ট ১৯৮৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসমা হোসেন। তিনি ৭ জানুয়ারি ২০১৬ সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, কিন্তু ১৭ জুলাই ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ৭ জুলাই ২০২১ সালে তিনি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন।
অনেক তারার ভিড়ে লিরিক্স | Onek tarar vhire lyrics | Atif Ahmed Niloy
Starring : Atif Ahmed Niloy
অনেক তারার ভিড়ে লিরিক্স
আজও আমি খুইজা বেড়ায় তোরে
আকাশে অনেক তাঁরার ভিড়ে
প্রতিটা প্রহরে প্রহরে
আজ আমি কান্দি অগোচরে (২ বার)
খোদার কাছে চাই যে তোরে
জানাই ফরিয়াদ
পারি না পারি না তোরে,
থাকতে ভুলে আজ (২ বার)
দূর আঁকাশে খুজি তোরে,
কোন তারাটা তুই
মেঘের উপর তোর ঠিকানা
ক্যামনে তোরে ছুই
খুজি তোরে তারার মাঝে,
পাগল বলে লোকে
অচীনদেশে চইলা গেলি
আমাই রাইখা দুখে
খোদার কাছে চাই যে তোরে
পারি না পারি না তোরে,
থাকতে ভুলে আজ (২ বার)
তোর জন্য বুকের ভেতর,
করে আহা কার
তোর কারণে জীবন আমার
শুধুই অন্ধকার
পুরনো সেই স্মৃতিগুলো
নিয়ে বেঁচে আছি
বলনা তোরে ছাড়া আমি
কেমন করে বাঁচি
খোদার কাছে চাই যে তোরে
পারি না পারি না তোরে,
থাকতে ভুলে আজ।। (২ বার)
Onek tarar vhire lyrics in english
Ajo ami khuija beray tore
Akase anek tarar bhire
Protita prohore prohore
Aj ami kandi agocore
Khoder kache cai je tore
Janai phariyad
Pari na pari na tore
Thakte bhule aj
Dur akase khuji tore
Kon tarata tui
Megher upor thikana
Kyamne tore chui
Khuji tore tarar majhe
Pagol bole loke
Acindese coila geli
Amai raikha dukhe
টলিপাড়ায় একের পর এক ‘আত্মহত্যা’র ঘটনায় কার্যত তোলপাড়। গত দু-সপ্তাহে তিন অভিনেত্রীর ‘আত্মহত্যা’র চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এর মাঝেই খারাপ খবর ওপার বাংলা থেকেও। আত্মঘাতী ওপার বাংলার তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়। চলতি সপ্তাহের শুরুতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে আত্মহত্যই করেছেন নিলয়। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত নিলেন আতিফ নিলয়?
প্রয়াত গায়কের বন্ধু তথা অপর কন্ঠশিল্পী তাসনিম মীম সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন বেশ কয়েকমাস ধরেই ডিপ্রেশনে ভুগছিল আতিফ আহমেদ নিলয়। মাস কয়েক আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় নিলয়ের বাবা, এরপর থেকে ফেসবুকেও হতাশা জড়ানো পোস্ট দিত শিল্পী।
শেষবার গত ২১ মে ফেসবুকে একটি পোস্ট লেখেন নিলয়। সেখানে লেখা রয়েছে, ‘আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে।’ আর এই পোস্ট লেখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ‘আত্মঘাতী’ হলেন গায়ক।
তবে গায়কের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শুধু বাবাকে হারানোর যন্ত্রণা নয়, দাম্পত্য জীবনেও একেবারেই সুখী ছিলেন না নিলয়। তাঁর স্ত্রীর পরিবারের তরফে নানান সমস্যার শিকার হচ্ছিলেন নিলয়, এমনটাই দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নিলয়ের এক বন্ধু।
আরও দেখুনঃ