সবাই চলে যাবে লিরিক্স, গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পলক মুছল।
Table of Contents
সবাই চলে যাবে লিরিক্স | sobai chole jabe lyrics | imran mahmudul | palak muchhal
সবাই চলে যাবে লিরিক্স
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
এক জনই কেউ ভালোবেসে যাবে
থেকে থেকে দুঃখ শুধু পাবে,
করবেনা কেউ হিসেব নিকেশ
কারো ধার ধারবে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
একজন কেউ হৃদয় বুঝে নেবে
সাগর সেচে মুক্ত এনে দেবে,
চাইলেই পাবে, না চাইলেও
নিজের কথা ভাববে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
সবাই চলে যাবে
একজনই পারবে না,
হা.. একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
sobai chole jabe lyrics in english
Shobai Chole Jabe Ekjoni parbe na
Ekjon keu thakuk Je tomake charbe na
Mon bhalo nei jani mon tobu harbe na
Ekjon keu thakuk Je tomake charbe na
Ekjoni keu bhalobeshe jabe
Theke theke dukkho sudhu pabe
Korbe na keu hisheb-nikesh
Karo dhaar dhaarbe na
Ekjon keu hridoy bujhe nebe
Sagor seche mukto ene debe
Chailei pabe na chaile-o
Nijer kotha bhab-be na

ইমরান মাহমুদুল:
ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছে
পলক মুছল:
পলক মুছল (জন্ম ৩০শে মার্চ ১৯৯২) একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি এবং তার ছোট ভাই পলাশ মুছল, দরিদ্র শিশুদের জন্য তহবিল যোগাড় করতে ভারতে এবং বিদেশে স্টেজ শো করেন। যে শিশুরা হৃদরোগে ভুগছে এবং আর্থিক সহায়তার প্রয়োজন তাদের চিকিৎসায় জন্য তারা এই তহবিল তৈরী করেছেন। ৬ই অক্টোবর ২০২০ পর্যন্ত, তিনি তার দাতব্য শোগুলির মাধ্যমে টাকা তুলে হৃদজনিত সমস্যায় ভোগা ২২০০ জন শিশুর জীবন বাঁচিয়েছেন।
সামাজিক কাজে মুছলের মহান সাফল্যের জন্য, গিনেস বিশ্ব রেকর্ড এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম উঠে গেছে। ভারত সরকার এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান বিভিন্ন পুরস্কার এবং সম্মান প্রদান করে তার কাজের স্বীকৃতি দিয়েছেন। বলিউড ছায়াছবিতে মুছল নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে কাজ করেন। তিনি হিন্দি ছবি যেমন এক থা টাইগার (২০১২), আশিকি ২ (২০১৩), কিক (২০১৪) এবং অ্যাকশন জ্যাকসন (২০১৪) প্রেম রতন ধন পায়ো (২০১৫) এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬) এবং কাবিল (২০১৭) ইত্যাদি ছায়াছবিতে কন্ঠদান করেছেন।
পলক মুছল ৩০ শে মার্চ, ১৯৯২ তে জন্মগ্রহণ করেন তার জন্ম হয় ইন্দোরের একটি মাহেশ্বরী মাড়ওয়ারি পরিবারে এবং তিনি বিশুদ্ধ নিরামিষাশী (ভেগান)। তার মা, অমিতা মুছল, একজন গৃহবধূ এবং তার বাবা, রাজকুমার মুছল, একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তার একটি ছোট ভাই আছে, পলাশ মুছল। তিনি, ইন্দোরের শ্রী আগ্রাসেন বিদ্যালয় স্নেহ নগর, থেকে পড়াশুনো করেন। ২০১৩ সালের মে মাসে, মুছল বলেন যে, তিনি ইন্দোরের একটি কলেজ থেকে বি .কম এর শেষ বছরের পড়াশুনো করছেন।
মুছল রাজস্থানের প্রতাপগড় জেলার ছত্তিসদারি শহরের স্থানীয় বাসিন্দা, এখানে তার পিতামহের বাড়ি। তিনি চার বছর বয়সে গান গাওয়া শুরু করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন।