শত আশা লিরিক্স: শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।
শিরোনাম: শত আশা
ব্যান্ডঃ শূন্য
কথাঃ মনছুরুল আলম জামি
অ্যালবামঃ শত আশা
Table of Contents
শত আশা লিরিক্স। Shoto Asha Lyrics | Shunno
শত আশা লিরিক্স
শত আশা
কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
শত আশা
শত আশা
আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ
একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে নেই কোন পিছু টান নেই কোন বাঁধা
শত আশা
শত আশা
shoto asha lyrics in english
Kisu pabar ashai
shopnogulo aj shottir pothe
Kisu dekhabo bole
shopnogulo aj muktir pothe
Aj shob poth peria
shoto badha eria
lokkho khujte chai.
Shoto Asha
Aj hate rekhe hat
shopnogulo aj ekshathe
Vule jabo na bole shopno gulo
aj shrishtir pothe
Ashagulo aj aalo hoa jole othe
Ashagulo aj heshe tripti nai
Ete nei kono pichutan
nei kono badha. .
Shoto Asha
kisu pabar ashai
shopno gulo aj shottir pothe. .
Kisu dekhabo bole
shopno gulo aj muktir pothe. .
Aj shob poth peria
shoto badha eria lokkho khujte chai.
Shoto Asha
Aj hate rekhe hat shopnogulo aj ekshathe
Vule jabo na bole shopnogulo aj shrishtir pothe
Ashagulo aj aalo hoa jole othe
Ashagulo aj heshe tripti nai
Ete nei kono pichutan nei kono badha. .
Shoto Asha
Shoto Asha
শূন্য (ব্যান্ড):
ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন।[৪] একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু।
২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।[২][৪]
২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম ভাগো। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চলো বাংলাদেশ গানটিতে কণ্ঠ দেয় দলটি।
রবি প্রযোজিত দেশপ্রেমিকের গান শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম লটারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে উৎসাহিত করার জন্য, তারা চলবে লড়াই গানটিও গেয়েছিল ।