ভালো আছি লিরিক্স | Valo Achi Lyrics | Andrew Kishore | Kanak Chapa

ভালো আছি লিরিক্স : এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক।তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

ভালো আছি লিরিক্স | valo achi valo theke akasher thikanay chiti likho lyrics | andrew kishore | kanak chapa

গানঃ ভাল আছি ভাল থেকো
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
কথাঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ তোমাকে চাই

 

ভালো আছি লিরিক্স | Valo Achi Lyrics | Andrew Kishore | Kanak Chapa

 

ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো লিরিক্স :

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটারে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে
ভালো আছি লিরিক্স | Valo Achi Lyrics | Andrew Kishore | Kanak Chapa

valo achi valo theke akasher thikanay chiti likho lyrics in english :

 Valo achi valo theko
Akasher thikanay chithi likho
Diyo tomar mala khani
Baul er ei monta re
Amar bhitoro bahire ontore ontore
Acho tumi hridoy jurey
Dheke rakhe jemon kusum
Papri abdale fosoler ghum
Temni tomar nibir chola
Moromer mool poth dhore
Amar vitoro bahire ontore ontore
Acho tumi hridoy jure
Pushe rakhe jemon jhinuk
Kholosher aborone muktor sukh
Temni tomar gobhir chhoya
Bhitorer neel bondore
ভালো আছি লিরিক্স | Valo Achi Lyrics | Andrew Kishore | Kanak Chapa

এন্ড্রু কিশোর:

তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

কনক চাঁপা:

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান—এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=প্রাণ আপ গল্প স্বল্প গানে স্বামীকে নিয়ে কনক চাঁপা|

প্রাচীন মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণ বিষয়ক গানে জাগতিক আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব শাক্তপদাবলি (শ্যামাসংগীত উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মাপরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।

আরও দেখুনঃ

Leave a Comment