কেন রোদের মতো লিরিক্স: কলকাতায় বিয়ের পর ছোট করে রিসেপশন হবে। তারপর শিলিগুড়িতে বড় রিসেপশনের আয়োজন করেছেন মেখলা এবং অর্কপ্রভ। তিনদিনই মেখলা লেহেঙ্গা পরবেন বলে জানালেন
Table of Contents
কেন রোদের মতো হাসলেনা লিরিক্স। keno roder moto hashle na lyrics | hridpindo | mekhla dasgupta
গান : কেন রোদের মতো হাসলেনা
ছবি :হৃদপিণ্ড
শিল্পী : মেখলা দাশগুপ্ত
কেন রোদের মতো লিরিক্স
কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর’দোর।
মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই …
keno roder moto hashle na lyrics in english
Keno roder moto hasle na
Amai valo Basle na,
Amar kache din furaleo asle na.
Ei mon kemoner jonmodin
Chup kore thaka kothin,
Tomar kacheo khorosrotao gotihin.
Notun sokal gulo kopal chulo tomari
Dure geleo etai sotti tumi amari
Shudhu amari..
Roder moto hasle na
Amay valobashle na
Amar kache din furaleo asle na
Jhole bheja, chokhveja
Ghum khoja bhor
nisana tir, srithi vir
Elomelo ghor dhor
Jhole bheja, chokhveja
Ghum khoja bhor
Nisana tir, srithi vir
Elomelo ghor dhor
Megh ase elo kise
Chuye dile sob chup
Sei meghbalikar golpo hok
Sohor jhure bristi hok
roddur hok aaj sudhu e tahar dakhnam
Patabhara sob dutukrora
kal baisakhir moto mukhchora
sob vije jak sudhu beche thak abhiman
notun sakalgulo kapala chumlo tomari
bedhe rakhate parale tumio hote amari
sudhu amari..
Roder moto hasle na
Amay valobashle na
Amar kache din furaleo asle na
মেখলা দাশগুপ্ত:
মেখলা দাশগুপ্ত একজন ভারতীয় গায়িকা। তিনি সা রে গা মা পা, একটি গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন যা জি বাংলায় প্রচারিত হয় যেখানে তিনি 2016 সালে শীর্ষ 5 ফাইনালিস্টদের মধ্যে ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
তিনি 5 বছর বয়সে সঙ্গীত শেখা শুরু করেন। 2012 সালে তিনি শ্রী কুমার মর্দুরের শিষ্য হিসাবে আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমিতে যোগদান করেন। টলিউড মুভি দেখ কেন লাগে এর জন্য। তিনি একটি ওয়েব সিরিজ মান ভঞ্জনের জন্য উপলি চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক স্কোরে কণ্ঠ দিয়েছেন।
তিনি সাত ভাই চম্পা, রানি রাশমনি, ধ্রুবতারা, কাদম্বিনী, ত্রিনয়নী, জাহানারা ইত্যাদির মতো টিভি সিরিয়ালে কণ্ঠ দিয়েছেন। রণজয় ভট্টাচার্য রচিত ও রচিত হৃদয়পিন্ড চলচ্চিত্রের জন্য তার সর্বশেষ প্লেব্যাক ছিল মন কিমনের জনমোদিন।
আরও দেখুনঃ
- ঢাকের তালে কোমর লিরিক্স | dhaker tale komor dole lyrics | abhijeet bhattacharya
- রাতের সব তারা আছে লিরিক্স | Rater Sob Tara Ache Diner Gobhire Lyrics | Imran | Kona
- একটা ছিলো সোনার লিরিক্স | ekta chilo shonar konna lyrics | subir nandi
- কে ছিলে আমার বলনা লিরিক্স । Ke Chile Amar Bolona Tumi Lyrics | Moni Kishor
- রাঙিয়ে দিয়ে লিরিক্স | rangiye diye jao lyrics | Iman Chakraborty | Rabindranath Tagore