আল্লাহু আকবার লিরিক্স, গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়।
Table of Contents
আল্লাহু আকবার লিরিক্স | Allah hu akbar lyrics | Gojol
এটি একটি গজল গান।
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার গজল লিরিক্স
তোমার নামে যায় কেটে যায়-
রাতের কালো আধার,
দিকে দিকে পাই-
খুঁজে পাই মহিমা তোমার।
তোমার নামে যায় কেটে যায়-
রাতের কালো আধার,
দিকে দিকে পাই-
খুঁজে পাই মহিমা তোমার।
বেকুল হৃদয় যায় শুনে যায়-
তাসবীহ চারিধার,
বেকুল হৃদয় যায় শুনে যায়-
তাসবীহ চারিধার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
মধুর হাসি দিলে চাঁদে,
চোখের নিদ্রা অবসাদে……
মধুর হাসি দিলে চাঁদে,
চোখের নিদ্রা অবসাদে।
☆ তাঁরায় তাঁরায় একে দিলে,
দূর আকাশের পান……..
দূর আকাশের পান….
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
যায় বয়ে ঝর্ণা নদী,
তোমার নামে নিরবধি……
যায় বয়ে ঝর্ণা নদী,
তোমার নামে নিরবধি……
চোখ জুড়ানো দিলে কত,
সাগর ও পাহাড়-
সাগর ও পাহাড়।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
রহম দুয়ার দিলে খুলে
সাজলো জমিন ফুলে ফলে……..
রহম দুয়ার দিলে খুলে
সাজলো জমিন ফুলে ফলে……
পিপাসাতে মিষ্টি পানি,
ক্ষুধায় দাও আহার…….
ক্ষুধায় দাও আহার…..
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
গজল:
প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।
গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান।
সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।
‘গজল’ শব্দটি আরবি থেকেই চয়িত। এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন। গজলের পরিভাষায় উল্লেখ হয়েছে, ‘তারুণ্যের পরিস্থিতি বর্ণনা করুন অথবা প্রেমাস্পদের সঙ্গে সংসর্গের উল্লেখ করুন এবং ভালোবাসার চর্চা করুন কিংবা রমণীর সঙ্গে বাক্যালাপ করুন। তাই পরিভাষায় বর্ণিত বিষয়কে অবলম্বন করে গজল রচিত গানকে ‘প্রণয়-সঙ্গীত’ বলেও চিহ্নিত করা হয়।
গজল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গজল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়। দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গজল গান রচনায় যে বাণী প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গজল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গজল শৃঙ্গার রসাÍক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’।
আরও দেখুনঃ
- আল্লাহু আকবার লিরিক্স | Allah hu akbar lyrics | Gojol
- কি নামে ডাকবো লিরিক্স | Ki naame dakbo lyrics | Babul Supriyo | Kabita Krishnamurthy
- একলা হলে বুঝতে লিরিক্স | ekla hole bujte pari lyrics | mahtim shakib
- অল্পনা বয়সের লিরিক্স | olpona boyosher sokhina cheri lyrics | fazlur rahamn babu
- কেন রোদের মতো লিরিক্স। Keno Roder Moto Hashle Na Lyrics | hridpindo | mekhla dasgupta