একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics, গানটি তে কণ্ঠ দিয়েছেন মনির খান।
একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics | Monir Khan | মনির খান
একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স:
একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
সেদিন ছবি হয়ে থাকব ঝুলে,
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে,
স্বজনের দেয়ালে ।
একদিন থাকব না আর আমি..!
মহাপ্রস্থানের দিনে শ্মরণ করবে কেও,
সমাধী ফুল দিতে বয়বে ব্যথার ঢেউ,
চোখে বয়বে ব্যথার ঢেউ ।
মহাপ্রস্থানের দিনের শ্মরণ করবে কেও
সমাধী ফুল দিতে বয়বে ব্যথার ঢেউ ।
আমি সেদিন থাকবো সবার
চোখেরি আড়ালে, চোখেরি আড়ালে
চোখেরি আড়ালে..!
একদিন থাকবনা আর আমি..
জানি নাতো কোথায় যাবো
থাকব কোথায় পড়ে।
যাওয়ার আগে স্বজন যত
দিও ক্ষমা করে,
দিও ক্ষমা করে।
মায়ের আগে এই পৃথিবী,যদি ছেড়ে যাই।
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই,
আমি রেখে যেতে চাই।
মায়ের আগে এই পৃথিবী,যদি ছেড়ে যাই।
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই ।
মা যেন পাই আমার ছোয়া,
দুটি হাত বাড়ালেই ,
দুটি হাত বাড়ালেই ,
দুটি হাত বাড়ালেই ।
একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
সেদিন ছবি হয়ে থাকব ঝুলে,
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে,
স্বজনের দেয়ালে ।
একদিন থাকবো না আর আমি,,,,,,,