বাংলাদেশের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আবদুল করিম তাঁর অসংখ্য সৃষ্টির মাধ্যমে গ্রামীণ জীবনের আনন্দ, দুঃখ, প্রেম ও আধ্যাত্মিকতার অনন্য চিত্র ফুটিয়ে তুলেছেন। ২০০৯ সালের ২২ মে শিল্পীর ইচ্ছানুযায়ী, সিলেট বিভাগীয় কমিশনার এবং খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ড. জাফর আহমেদ খানের উদ্যোগে প্রকাশিত হয় ‘শাহ আবদুল করিম রচনাসমগ্র’—যেখানে সংকলিত হয়েছে তাঁর সমগ্র সৃষ্টিকর্ম।
“সখী তোরা প্রেম করিও না” তাঁরই রচিত এক বিখ্যাত বাউল গান, যা প্রেমের মায়া, দুঃখ ও মানবিক বেদনার কথামালা তুলে ধরে। গানটি শিউলি সরকারের কণ্ঠে নতুনভাবে প্রাণ পেয়েছে, যা গ্রামীণ সুর ও আধুনিক পরিবেশনার এক অনন্য সংমিশ্রণ।
গানের মৌলিক তথ্য
- গানের নাম: সখী তোরা প্রেম করিও না
- শিল্পী: শিউলি সরকার (Shiuly Sarker)
- গীতিকার: শাহ আবদুল করিম
- ধরন: বাউল গান / লোকসঙ্গীত
- প্রকাশকাল: তথ্য অজানা
- সুরকার/সংগীত পরিচালক: তথ্য অজানা
- অ্যালবাম/সংকলন: শাহ আবদুল করিম রচনাসমগ্র
সখী তোরা প্রেম করিও না – গানের কথা
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না,
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।।
প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল।
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।।
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়,
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়।
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না।।
প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে তাঁর লজ্জা ভয়।
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না,
সখি তরা প্রেম করিয়ো না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না,
সখি তরা প্রেম করিয়ো না।
Sokhi Tora Prem Korio Na Lyrics
Sokhi tora prem koriyo na
Pirit bhalo na
Pirit korche je jon jaane se jon
Piriter ki bedona
Prem kore vaslo sagore
Oneke pailona kul
Jogot jure baaje shuni
Piriter kolonker dhol
Dite giye premer mashul
Maan kulomaan roilona
Piriti pirit sobai bole
Piriti samanno noy
Kolonko alonkar kore
Dukkher bojha boite hoy
Kaam hoite hoy premer udoy
Prem hoile kaam thake na
Sokhi tora prem koriyo na
Pirit bhalo na
Pirit korche je jon jaane se jon
Piriter ki bedona