কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী

কতবার বোঝাবো লিরিক্স,

কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী

গানঃ কতবার বোঝাবো

শিল্পীঃ মোহাম্মদ ইরফান আলী

 

কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী
মোহাম্মদ ইরফান আলী

 

কতবার বোঝাবো লিরিক্স

 

কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
যতনে রেখেছি তোকে মনের গভীরে
তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

এক পা দু’ পা করে তুই এলি এই মনে
শেখালি আমাকে ভালবাসার মানে
এক পা দু’ পা করে তুই এলি এই মনে
শেখালি আমাকে ভালবাসার মানে
স্বপ্নে দেখেছি তোকে দু’চোখ ভরে
তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে
মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে
জীবনে পেয়েছি তোর প্রেম সাথীরে
তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

 

কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী

 

Kotobar bojhabo lyrics in english

Kotobar bojhabo bol, Kotobar janabo bol
Nisshow e jibone sudhu tui amar shombol (x2)
Jotone rekhechi toke moner gobhire
tor dekha na pele hoy mon boroi chonchol
Kotobar bojhabo bol, Kotobar janabo bol
Nisshow e jibone sudhu tui amar shombol (x2)
ek paa du paa kore tui eli e mone
sekhali amake valobashar mane (x2)
Shwapne dekhechi toke duchokh vore
tor chowa na pele hoy mon boroi chonchol
Kotobar bojhabo bol, Kotobar janabo bol
Nisshow e jibone sudhu tui amar shombol (x2)
Meghe dhaka mone eli rodh uthate
Muche geche betha sudhu tor kothate (x2)
jibone peyechi tor prem shathire
tor shara na pele hoy mon boroi chonchol
Kotobar bojhabo bol, Kotobar janabo bol
Nisshow e jibone sudhu tui amar shombol (x2)
কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী
মোহাম্মদ ইরফান আলী

মোহাম্মদ ইরফান আলী:

মোহাম্মদ ইরফান আলী (ইংরেজি: Mohammad Irfan Ali); (জন্মঃ ১ জুলাই ১৯৮৪) হলেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং অল সেন্ট উচ্চ বিদ্যালয় থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন; যেখানে তিনি তার স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষে তার গানের প্রতিভা অসাধারণ প্রতিভা প্রকাশ করেন।

তিনি “জো জিতা ওহি সুপার স্টার ২” খেতাব বিজয়ী। এছাড়াও তিনি “আমুল স্টার ভয়েস অব ইন্ডিয়া” এবং জি টিভি “এর সা রে গা মা পা” এর অন্যতম সুপরিচিত একজন প্রতিযোগী।[১] তিনি মণি রত্নমের রাবন চলচ্চিত্রে সর্বপ্রথম প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

এরপর তিনি ২০১১ সালে ইমরান হাশমি অভিনীত মার্ডার ২ এর জনপ্রিয় গান ফির মোহাব্বাতে কন্ঠ দেন। ইরফান বান্টি ওয়ালিয়ার “লামহা” চলচ্চিত্রের রেহমাত জারা গানের জন্য শ্রেষ্ঠ তরুন উদীয়মান আত্মপ্রকাশকারী শিল্পীর পুরস্কার লাভ করেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment