বলতে চেয়ে লিরিক্স | Bolte cheye lyrics | Imran mahmudul

বলতে চেয়ে  লিরিক্স, এই গানটি তে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন।

 

বলতে চেয়ে লিরিক্স | Bolte cheye lyrics | Imran mahmudul

 

বলতে চেয়ে মনে হয় লিরিক্স | bolte cheye mone hoy lyrics | imran mahmudul
ইমরান মাহমুদুল- Imran Mahmudul

 

বলতে চেয়ে মনে হয় লিরিক্স

 

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়

কতটা তোমায় ভালবাসি।

চলতে গিয়ে মনে হয়

দুরত্ব কিছু নয়

তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি,

শুধু এই মনের আনাছে কানাছে

সত্যি বলনা,

কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। (x2)

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়

কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখে ছিলাম (x2)

 চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে..

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়

কতটা তোমায় ভালবাসি।

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে (x2)

 চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে..

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

 

বলতে চেয়ে মনে হয় লিরিক্স | bolte cheye mone hoy lyrics | imran mahmudul

 

bolte cheye mone hoy lyrics in english

Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
Cholte Giye Mone Hoy
Duratta kichu noy
Tomari kachei fire ashi..

Tumi Tumi Tumi Sudhu Ei Moner,
anachey kanachey..
Sotti bolo na keu ki prem hina
kokhono banchey [x2]

Megher Khame Aaj Tomar Naame
Uro chithi pathiye dilam..
Pore niyo, Tumi miliye neo
Khub jotoney ta likhechilam.. [x2]
O.. Chay Pete Aro Mon
Peye-o eto kache..

Mon Alpotey, Priyo Golpotey
Kolponay swapna ankey..
Bhul truti abegi khunshuti,
sarakhon tomay chuye rakhe..

 

 

বলতে চেয়ে মনে হয় লিরিক্স | bolte cheye mone hoy lyrics | imran mahmudul
ইমরান মাহমুদুল- Imran Mahmudul

 

ইমরান মাহমুদুল :

ইমরান মাহমুদুল ২০০৮ চ্যানেল-আই  সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি

২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 বলতে চেয়ে লিরিক্স | Bolte cheye lyrics | Imran mahmudul
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ভারত বাংলা ‘সুলতান’ চলচ্চিত্রের মন তোর হয়েছে এই গানটি ও তিনি গিয়েছিলেন।বাংলা গানের পাশাপাশি তিনি অনেক হিন্দি গান গেয়েছেন। তার নিজের গানে সে অসংখ্য মডেল করেছেন ।

ইমরান মাহমুদুল বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তিনি অনেক জনপ্রিয় একজন গায়ক হয়ে উঠেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙ্গালীদের কাছে তিনি অনেক জনপ্রিয় একজন গায়ক ।

 

আরও দেখুন:

Leave a Comment