তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics | গজল

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics, এটি একটি গজল গান।

 

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics | গজল

 

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics | গজল

 

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স:

 

তোমার বুকে রাখ আল্লাহ রি ভয়
আসবে না কোন দিন, কোন পরাজয়
আসবে না কোন দিন, কোন পরাজয় (২ বার)

হালাল হারাম জেনে সরল সত্য মেনে
নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে (২ বার)
যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময়

তোমার বুকে রাখ আল্লাহ রি ভয়
আসবে না কোন দিন, কোন পরাজয়
আসবে না কোন দিন, কোন পরাজয়

আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে
চালাও জীবন তোমার পাবে মদদ খোদার (২ বার)
দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়

তোমার বুকে রাখ আল্লাহ রি ভয়
আসবে না কোন দিন, কোন পরাজয়
আসবে না কোন দিন, কোন পরাজয়
আসবে না কোন দিন, কোন পরাজয়

 

Tomar buke rakho allahr voy gojol lyrics in English:

 

Tomar buke rakho, allah-ri voy
Asbe na konodin, kono porajoy
Halal haram jene sorol sotto mene
Nishiddho sob chere uthuk jibon bere
Jabe tumi jannate ja chilo sopnomoy
Allahor bidhan mote kur-an hadis hote
Chalao jibon tomar pabe modod khodar
Dojokher agune tumi pabe na to voy

 

 

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics | গজল

 

গজল:

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গ’জল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গ’জল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গ’জল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

গ’জল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গ’জল শোনাতেন।

গ’জল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনাও কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে। প্রথম কলি ‘স্থায়ী’ এবং বাদবাকি কলিগুলো ‘অন্তরা’

গ’জল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজ”ল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গ’জল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গ’জল খুবই জনপ্রিয় গান। সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গ’জল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজ’ল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গ’জল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গ’জল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।

‘গজল’ শব্দটি আরবি থেকেই চয়িত। এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন। গ’জলের পরিভাষায় উল্লেখ হয়েছে, ‘তারুণ্যের পরিস্থিতি বর্ণনা করুন অথবা প্রেমাস্পদের সঙ্গে সংসর্গের উল্লেখ করুন এবং ভালোবাসার চর্চা করুন কিংবা রমণীর সঙ্গে বাক্যালাপ করুন। তাই পরিভাষায় বর্ণিত বিষয়কে অবলম্বন করে গ’জল রচিত গানকে ‘প্রণয়-সঙ্গীত’ বলেও চিহ্নিত করা হয়। গ’জল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গ’জল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়। দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গ’জল গান রচনায় যে বাণী প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গ’জল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গ’জল শৃঙ্গার রসাÍক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’।

তোমার বুকে রাখো আল্লাহর ভয় গজল লিরিক্স | Tomar buke rakho allahr voy gojol lyrics | গজল

 

আরও দেখুনঃ 

Leave a Comment