সবাই তো সুখী হতে চায় লিরিক্স | Sobai To Sukhi Hote Chay Lyrics | মান্না দে | Manna de

“সবাই তো সুখী হতে চায়” গানটির মান্না দে’র একটি বিখ্যাত গান। এই গানটির গীতিকার জহর মজুমদার এবং সুরকার প্রভাস দে

 

সবাই তো সুখী হতে চায় লিরিক্স

 

সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়,
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চায়।

আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি ।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না,
সবাই তো সুখী হতে চায়।

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়।
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

 

 

Leave a Comment