শিরোনামঃ জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স : পুরস্কার ও সম্মাননা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।
Table of Contents
জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স | Jibon Khatar Proti Patay Lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার | Gauriprasanna Mazumder
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার [ Gauriprasanna Mazumder ]
গায়ক : শ্যামল মিত্র [ Shyamal Mitra ]
ছবির নামঃ দেয়া নেয়া [ Deya Neya ]

জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স


Jibon Khatar Proti Patay Song Lyrics

গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৫ – ২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।
গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।