তোমার অশোকে কিংশুকে লিরিক্স | Tomake ashoke kingshuke lyrics | Lopamudra Mitra

এই গানটি ভারতীয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র-এর কণ্ঠে রচিত। লোপামুদ্রা মিত্র প্রধানত একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানের শিল্পী ও গীতিকার। ২০০১ সালে তিনি কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকার-কে বিবাহিত হন। তাঁর জনপ্রিয় অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো হরি হে দীনবন্ধুমন ফকিরা। তিনি গেয়েছেন বিখ্যাত গানগুলো যেমন আমার মতে তোর মতন কেউ নেই, বাংলা আমার সর্ষে ইলিশ, গুজরাত ২০০২। করোনাকালীন সময়ে মানুষকে একাকীত্ব থেকে মুক্ত করার জন্য তিনি অনলাইনে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেছেন।

 

তোমার অশোকে কিংশুকে লিরিক্স

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার অশোকে কিংশুকেতোমার অশোকে কিংশুকেঅলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখেতোমার অশোকে কিংশুকেঅলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলেমর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখাতোমার প্রজাপতির পাখাআমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখাতোমার প্রজাপতির পাখাআমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়মিলায় আমার দুঃখসুখের সকল অবসান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

Leave a Comment