বাঁশ বাগানের মাথার উপর লিরিক্স | Bansh Baganer Mathar Opor Uthechhe Lyrics | Pratima Bandopadhyay

বাঁশ বাগানের মাথার উপর” বাংলা গানের ভাণ্ডারের এক অনন্য সৃষ্টি, যা আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি অমর কণ্ঠে ধারণ করেছেন কিংবদন্তি শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় (২১ ডিসেম্বর, ১৯৩৪ – ২৯ জুলাই, ২০০৪)। বাংলা গানের স্বর্ণযুগে তিনি ছিলেন মধুকণ্ঠী এক প্রবাদপ্রতিম শিল্পী, যিনি কণ্ঠসাধনা ও সুরের জাদুতে বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করেছেন।

বাঁশ বাগানের মাথার উপর লিরিক্স

বাঁশ বাগানের মাথার উপর লিরিক্স

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে,ফুলের গন্ধে ঘুম আসে না তাইতো জেগে রই-মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?মুখটি কেন ঢাক?লেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে ঝাঁড়েফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই?বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?

 

Bansh Baganer Mathar Opor Uthechhe Lyrics in english

Maa go amar sholok bolar kajla didi koi ?
Pukur paare lebur toley thokay thokay jonay joley
Fuler gondhey ghum ashe na taito jege roi
Maa go amar solok bolar kajla didi koi ?
Sedin hote keno maa aar didi-re na daako
Didir kothay anchol diye mukh-ti keno dhaako ?

 

Leave a Comment