বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য

বিবিয়া লিরিক্স | Bibiya lyrics, এই গানটি শূন্য ব্যান্ড এর গান।

বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য
শূন্য ব্যান্ড

 

বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য

 

বিবিয়া লিরিক্স:

 

ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
আঁধি রাতে চাঁদ তুই আজ
ঘুম দে রে আঁকিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া।
দিব সাগর পাড়ি,
তোর মুখখানি, বুকের পানে লইয়া,
আবার ভোর হইলে, ফিরবো যদি
থাকে জান জাগিয়া।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
একূল ওকূল নাহি দেখি
ঝড়ের লগে যুঝতেছি,
মন আমার কেমন করে
ফিরার লাগি তোর কাছে,
সারা রাতের ঘুম আমার
সারা দেহের যত গ্লানি,
ভুলে যাই সব, যখনই
দেখি মুখ তোর একটু খানি।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..

 

 

Bibiya lyrics in English:

 

Ghum ja re bibiya
Andhi raate chand tui aaj
Ghum de re ankiya
Dibo sagor pari
Tor mukhkhani buker paane loiya
Abar bhor hoile firbo jodi
Thake jaan jagiya
Ekul okul nahi dekhi
Jhorer logey jujhtechi
Mon amar kemon kore
Firar laagi tor kache
Sara raater ghum amar
Sara deher joto glani
Bhule jai sob jokhoni
Dekhi mukh tor ektukhani
বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য

শূন্য:

শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।

ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন। একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু। ২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।

 

YaifwwriN4BzRFCyqbslL4 বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম ভাগো। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চলো বাংলাদেশ গানটিতে কণ্ঠ দেয় দলটি। রবি প্রযোজিত দেশপ্রেমিকের গান শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম লটারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে উৎসাহিত করার জন্য, তারা চলবে লড়াই গানটিও গেয়েছিল।

বিবিয়া লিরিক্স | Bibiya lyrics | Shunno | শূন্য

বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।

বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।

আরও দেখুনঃ 

Leave a Comment