জাহিদ আকবর । বাংলাদেশী গীতিকার

জাহিদ আকবর একজন বাংলাদেশী গীতিকার। তিনি অ্যালবাম এবং চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। তারমধ্যে “নীলাঞ্জনা” (২০১১), “প্রিয়তমা (২০১১), “সত্যি করে বল” (২০১৬), “দেহবাজি” (২০১৭) ইত্যাদি অ্যালবাম উল্লেখযোগ্য। তিনি বর্তমানে দৈনিক ডেইলি স্টার(অনলাইন) পত্রিকার বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন।

জাহিদ আকবর । বাংলাদেশী গীতিকার

জন্ম

জাহিদ আকবর। জন্ম ২২ ডিসেম্বর ১৯৮০। পিতা চৌধুরী মোঃ আলী আকবর, মা মোসাঃ জায়েদা বেগম। তিনি রাজশাহীর কাকঁনহাটে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

জাহিদ ২০০০ সালে কর্মজীবন শুরু করেছিলেন। কবি কাওসার আহমেদ চৌধুরী তাকে গানের কথা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ২০১১ সালে তিনি নুসরাত ইমরোজ তিশা অভিনীত “নীলাঞ্জনা”, “ভালোবাসি তোমায়” এবং ডুব সাতার চলচ্চিত্রের গান লেখেছেন। ২০১৩ সালে, তিনি তারকাটার গানের কথা লিখেছিলেন, এবং পলক মুছল এবং সুনিধি চৌহানের মতো বলিউড গায়ক তার গানের জন্য কণ্ঠ দিয়েছেন।

জাহিদ আকবর । বাংলাদেশী গীতিকার

২০১৫ সালে, তিনি সাবিনা ইয়াসমিন-এর জন্য “এক চোখে সুর তোমার” রচনা করেন তার মেয়ে বাধন একই গানের আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন। একই বছর, তিনি ‘মেঘে ঢাকা শহর’ টেলিফিল্মটির জন্য “কেউ বনের আরলে” গান লিখেছিলেন যাতে কণ্ঠ দেন হাবিব ওয়াহিদ। তিনি তার লেখা সেরা গান হিসেবে ন্যান্সির গাওয়া “ডুব সাতার” “দুই দিকে বসবাস”, আরেফিন রুমির “প্রিয়তামা”, বাপ্পা মজুমদার “শুন্য”, “আরাধোনা” এবং ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রের “ভেজা ভেজা হাওয়া” গান উল্লেখ করেছেন।

ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে একটি মাত্র নতুন গান রয়েছে। যে গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর।‘অচিন মাঝি’ শিরোনামে এ গানটির সুর সংগীত করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক শান্তুনু মৈত্র। কণ্ঠও দিয়েছেন তিনি।

জাহিদ আকবর । বাংলাদেশী গীতিকার

তার লেখা প্রথম উপন্যাস ‘উধাও’ প্রকাশ হয়েছিল ২০১৮ সালে বইমেলায়।পরে ২০১৯ সালে প্রকাশ পায় ‘শিকার’। দু’টি উপন্যাসের সাফল্যের ধারাবাহিকতায় এবার তৃতীয় উপন্যাস ‘নামহীন’ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই গীতিকার।

পুরস্কার

  • সেরা গীতিকারের জন্য সিজিপিএ পুরস্কার – ২০১৩
  • বিচিত্রা পুরস্কার – ২০১৫

আরও দেখুনঃ

Leave a Comment