দেওয়ান নজরুল । বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার এবং মুক্তিযোদ্ধা

দেওয়ান নজরুল একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কার (আজীবন সম্মাননা), আরটিভি প্রদত্ত আরটিভি পুরুস্কার (আজীবন সম্মাননা) লাভ করেছেন।

 

জন্ম ও শৈশব

দেওয়ান নজরুল ১৯৫০ সালে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেওয়ান সাবির হোসেন এবং মায়ের নাম শরিফা বেগম। সিরাজগঞ্জ থেকে স্থানীয়ভাবে প্রকাশিত ‘যমুনা’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখালেখির জীবন শুরু হয়।

কৈশোরকাল

১৯৬৯ সালে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে যান। সেখানে ‘দৈনিক স্বদেশ’ পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি এই পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্বলাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা লিখতেন। ‘কে তুমি’ চলচ্চিত্রে গান লিখার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগদান করেন। তিনি ৭ নাম্বার সেক্টরের অধীনে পাবনা অঞ্চলে যুদ্ধ করেছিলেন।

চলচ্চিত্র নির্মাণ

দেওয়ান নজরুল চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হন ইবনে মিজান পরিচালিত নাগিনীর প্রেম চলচ্চিত্রে শিক্ষানবিশ হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭৪ সালে ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর, দুই রাজকুমার,নিশান, এক মুঠো ভাল,জিঘাংসা, বাহাদুর চলচ্চিত্রে সহকারী এবং প্রধান সহকারী পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেন।

গীতিকার

নিম্নোক্ত চলচ্চিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন:

  • কে তুমি (১৯৭৩)
  • জিঘাংসা (১৯৭৪)
  • বাহাদুর (১৯৭৬)
  • দোস্ত দুশমন (১৯৭৭)
  • আসামী হাজির (১৯৭৮)
  • প্রিয়জন (১৯৯৬)
  • আজকের হাঙ্গামা
  • ভালোবাসলে দোষ কি তাতে (২০১৪)
  • হিরো

গান

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেওয়ান নজরুল অসংখ্য কালজয়ী গান লিখেছেন।তার লেখা বিখ্যাত কিছু গান হলো:

  • চুপি চুপি বল কেউ জেনে যাবে
  • চুমকি চলেছে একা পথে
  • রূপে আমার আগুন জ্বলে
  • ও সাগর কন্যারে কাঁচা সোনার গাঁয়
  • রেললাইনের ঐ বস্তিতে
  • আজকে না হয় ভালোবাসো
  • পাখির বাসার মত দুটি চোখ তোমার
  • দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো
  • আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি
  • এক চোর যায় চলে
  • হেলেন ভেঙেছে ট্রয় নগরী
  • নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে
  • বলে দাও মাটির পৃথিবী
  • এত রূপের করিস না
  • প্রেম নগরের প্রেমিক আমি মজনু আমার নাম
  • কি জাদু আছে তোমার ও চোখে
  • আমার প্রিয়ও জন্য আমি সব কিছু পারি
  • একটি ছেলে আজ খুন করেছে
  • তুমিতো এখন আমারই কথা ভাবছো
  • ও সাথি রে তুমি ছাড়া ভাল লাগে না তুমি যে আমরাই
  • নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে
  • মোর স্বপ্নে দেখা সেই রাজার কুমার
  • আমি যে রূপসী কারে ভালোবাসি
  • মিঠা লাগে যত ব্যাথা দিস্ রে কালা
  • পৃথিবী আমায় ভুলে যাও
  • বুকেরও মাঝখানে
  • আজকে সবার খুশির দিন
  • বিজয়নগর গ্রামে
  • দোস্ত আমরা দু’জন
  • তুমি আমার জীবন তুমি আমার আশা
  • চোর আমি ডাকু আমি বোলনারে
  • পৃথিবী ঘুমিয়ে আছে
  • দুঃখ ছাড়া জীবন হয়না

সাহিত্যকর্ম

দেওয়ান নজরুল ইসলাম কাব্য, উপন্যাস ও শিশুতোষ বই লিখেছেন। যেমনঃ

  • এক পৃথিবী ভালোবাসা (কাব্য)
  • মন খুশি (উপন্যাস)
  • হ থেকে হঠাৎ (শিশুতোষ)
  • কথা, গান, কবিতা (প্রকাশিতব্য)

পুরস্কার

  • বাচসাস পুরস্কার (আজীবন সম্মাননা)
  • আরটিভি পুরুস্কার (আজীবন সম্মাননা)

Leave a Comment