মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

মানবেন্দ্র মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার।ইনি বহু বাংলা আধুনিক গান এবং নজরুলগীতি গেয়েছেন। এটা বিবেচনা করা হয় যে বিংশ শতাব্দীর পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছে এবং সে-কারণে সেই সময়কালকে “বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়”। ১৯৫০-এর দশকেই মানবেন্দ্র বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সংগীতের উচ্চতায় তুলে দেন। তার স্বতন্ত্র কণ্ঠের কারণে দর্শকদের কাছে তিনি হিট ছিলেন।

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

প্রারম্ভিক জীবন

মানবেন্দ্র মুখোপাধ্যায় ১৯২৯ সালের ৮ আগস্ট ভারতের কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার আদি বাড়ি বরিশালের উজিরপুর থানায়। তার পিতা অতুলচন্দ্র। তিনি ছিলেন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। মানবেন্দ্ররা ছিলেন সব মিলিয়ে দশ ভাই। গান বাজনা ছিল পরিবারের বহুকালের সঙ্গী। মানবেন্দ্র ১৯৪৯ খ্রিস্টাব্দে সিটি কলেজ থেকে বি.এসসি. পাশ করেন। পঞ্চাশের দশক নাগাদ বাংলা চলচ্চিত্রের সঙ্গীত জগতে যে আধুনিকতার ঢেউ এসেছিল তার অন্যতম কারিগর ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

সঙ্গীত জীবন

সুরের ভুবনে কেবল চলচ্চিত্র জগতেই নিজের প্রতিভার ছাপ রাখেননি তিনি, কীর্তন থেকে নজরুলগীতি সব আঙিনাতেই তাঁর ছিল অনায়াস পায়চারী। কীর্তনের মাধ্যমে তাঁর সংগীতে হাতেখড়ি। পিতৃব্য রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে সংগীতশিক্ষার শুরু। পরে ধ্রুপদ, টপ্পা, রাগপ্রধান প্রভৃতির তালিম নিয়েছেন। নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, পল্লিগীতি, আধুনিক, রবীন্দ্রসংগীত, পুরাতনী সব ক্ষেত্রেই মানবেন্দ্র সচ্ছন্দ ছিলেন।

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

১৯৪৫ খ্রিস্টাব্দ থেকে তিনি বেতারশিল্পী। পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এইচ.এম.ভি. থেকে তাঁর প্রথম রেকর্ড বার হয়। প্রথম প্লে-ব্যাক গাইলেন ‘নবজন্ম’ ছবিতে। ১৯৫০ খ্রিস্টাব্দে ‘চাঁপাডাঙার বৌ’ ছবিতে তিনি প্রথম সুর দেন। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি বাংলা ছবিতে সুর করেছিলেন যার মধ্যে মায়ামৃগ, বধু, যত মত তত পথ, জয় জয়ন্তী, গোধুলি বেলা উল্লেখযোগ্য। যাত্রাপালাতেও সুর দিয়েছেন। আর জীবনে অভিনেতা হিসেবে একবারই অবতীর্ণ হয়েছেন “সাড়ে চুয়াত্তর” ছবিতে। ১৯৭০ খ্রিস্টাব্দে বি.এফ.জে. পুরস্কার পান।

নজরুল সঙ্গীত

মানবেন্দ্র মুখোপাধ্যায় তৃতীয় দফায় নজরুল সঙ্গীতের স্বর্ণ যুগের শিল্পী। ১৯৭০ সালে হিজ মাস্টার্স ভয়েজ কোম্পানির ট্রেনার শ্রী বিমান মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে কয়েকশ নজরুল সঙ্গীত গেয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় পশ্চিম বঙ্গসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের নজরুল সঙ্গীতের অনুরাগী শিল্পীদের হৃদয়ে স্থান করে নেয়। এ সময় মানবেন্দ্রকে অনুসরণ করে কলকাতা শহরে শত শত নজরুল সঙ্গীত শিল্পী তৈরি হওয়ার সুযোগ পায়। অনেকে আধুনিক গান ও উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি নজরুল সঙ্গীতকে প্রাধান্য দিয়ে চর্চা করতে শুরু করে।

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

মৃত্যু

১৯৯২ সালের ১৯ জানুয়ারি প্রবাদ প্রতিম গায়ক তথা শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় ম্যাসিভ হার্ট এট্যাকে কলকাতায় মৃত্যুবরণ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment