শাকিব খান । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক

শাকিব খান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।তিনি গণমাধ্যমে “সুপারস্টার”, “কিং খান” ও “ঢালিউড কিং” হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।‘মনের জ্বালা’ (২০০৯) ছবিতে শাকিব খান প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন। তার নিবেদিত প্রথম ছবির নাম ‘তুমি আমার মনের মানুষ’। হিরো দ্য সুপারস্টার ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখান।

 

 

শাকিব খান । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক

প্রাথমিক জীবন

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসাবে জন্মগ্রহণ করেন।[২২] খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।

কর্মজীবন

শাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রে, আফতাব খান টুলু পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়।

২০০১ সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু চলচ্চিত্রগুলো। এফ আই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনূরের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়।

২০০৩ সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট, ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে।২০০৬ সালে তার অভিনীত ১৩টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো এই বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র ছিল।

 

 

২০০৭ সালে শাকিব অভিনীত ১২টি চলচ্চিত্র মুক্তি পায়। পূর্ববর্তী বছরের মত এই বছরও তার চলচ্চিত্রগুলো ব্যবসাসফল হয়। তার অভিনীত পিএ কাজলের আমার প্রাণের স্বামী চলচ্চিত্রটি সুপারহিট হয় এবং তিনি এতে অভিনয় করে তিনি সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

তিনি অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম, এতে শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মৌসুমী। চলচ্চিত্রটি একই পরিচালকের ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস চলচ্চিত্রের পুনঃনির্মাণ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শাকিব খান । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

এবছর পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন নবাগতা মাহিয়া মাহী। সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেন জয়া আহসান ও আরিফিন শুভ। এ চলচ্চিত্রে তিনি দ্বিতীয়বার নেপথ্য শিল্পী হিসাবে ও প্রিয় আমি তোমার হতে চাই গানে কণ্ঠ দেন।

চলচ্চিত্রটিতে তিনি জয় শিকদার চরিত্রে অভিনয় করে ২০১৪ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন।

 

 

এরপর এপ্রিলে তিনি জয়দীপ মুখার্জী পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চালবাজ চলচ্চিত্রে অভিনয় করেন, যা ২০১৫ সালের তেলুগু সুব্রাহ্মণ্যম ফর সেল চলচ্চিত্রের পুনঃনির্মাণ। এটি তার অভিনীত প্রথম ভারতীয় একক প্রযোজনার চলচ্চিত্র, যা প্রযোজনা করেছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, যেখানে তার সঙ্গে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত ও আশিষ বিদ্যার্থীদের মতো অভিনেতাদের দেখা যায়।

২০১৬ সালে ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত শিকারি, রানা পাগলা – দ্য মেন্টাল, সম্রাট। যৌথ প্রযোজনার শিকারি পরিচালনা করেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতের জয়দীপ মুখার্জী। চলচ্চিত্রে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে প্রথম জুটি বেঁধে সমাদৃত হন।

২০১৭ সালের শুরুতে মুক্তি পায় তার অভিনীত প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র সত্তা।

চলচ্চিত্র সংগঠক

শাকিব খান ২০১১ সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

 

পুরস্কার

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Leave a Comment