ও মুই না শোনোঙ [ O mui na shunum ] | দোতারা

ও মুই না শোনোঙ [ O mui na shunum ] উত্তরবঙ্গের খুব জনপ্রিয় গান। ও মুই না শোনোঙ [ দোতারা ] O mui na shunum [ Dotara ] গানটি দোতারায় বাজিয়েছেন শরিফ সাধু। ও মুই না শোনোঙ [ দোতারা ] O mui na shunum [ Dotara ] গানটি দোতারায় বাজানো করোনা কালীন সময়ে গুরুকুল লাইভের বিশেষ আয়োজন “দোতরায় বাংলাদেশের লোকজ সঙ্গীত”। সিরিজটির নাম “সাধের দোতারা”। শুরু হল শরিফ সাধুর দোতারা বাদন দিয়ে। আজকের গানটি বাংলাদেশের বহুল প্রচলিত ও নন্দিত লোকগীতি “ও মুই না শুনো”। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

 

ও মুই না শোনোঙ

ও মুই না শুনুং না শুনুং
তোর বৈদেশিয়া কথা রে
ও মোক ছাড়িয়া গেলু কেনে।
আমি তোরও বাদে বসিয়া কাদুং (২)
পন্থের পানে চাইয়ারে।
ও মোক ছাড়িয়া গেলু কেনে।
ও মুই…কেনে।
আইলে আইলে আইলকাশিয়া
রাইত পরে ঢলিয়া (২)
ওই তুই মনে বড় দাগা দিয়া(২)
গেলুরে চলিয়ারে
ও মোক ছাড়িয়া গেলু কেনে।
ও মুই না শুনুং…কেনে।
দুপুর রাইতে চ্যাৎকুর পাইয়া
উঠি মুই কান্দিয়া (২)
ও কি আসিবো বলিয়া গেলু যে চলিয়া(২)
একেলায় ফেলিয়ারে।
ও মুক ছাড়িয়া গেলু কেনে।
ও মুই…. কেনে।
গড়াই নদীর বান-বরিষায়
কানায় কানায় পানি (২)
ওরে তোরও বন্ধুয়া পিরিতে পরিয়া (২)
শরীল করল মাটিরে।
ও মোক ছাড়িয়া গেলু কেনে।
ও মুই… কেনে।
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

দোতারা সম্পর্কে দুকথা: দোতারা একটি বঙ্গীয় লোকজ বাদ্যযন্ত্র। এটি বাংলা লোকগীতির সাথে বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র। দুইটি তার বা চারটি তারের সমন্বয়ে এটি তৈরী করা হয়। বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় এর বেশি ব্যবহার পরিলক্ষিত হয়। ১৫ ও ১৬ শতকের সময় থেকেই বাঙলার বাউল ফকিররা তাদের গানের সাথে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আসছেন।”
দোতারার অন্য নাম স্বরাজ ৷ দুটি তারের সাহায্যেই এতে এক সপ্তকের সকল সুর বাজানো যায় বলে একে দোতারা বলা হয় ৷ তবে কোনো কোনো গুণী ওস্তাদ এতে পছন্দমতো চারটি বা পাঁচটি তার লাগিয়ে থাকেন ৷ যেমন বাউল শাহ আবদুল করিম চারটি এবং ওস্তাদ পাগলা বাবু শাহজাদপুরী তার দোতারায় পাঁচটি তার ব্যবহার করে থাকেন ৷ দোতারার অগ্রভাগে কাঠখোদাই ভষ্কর্যে ময়ূর, টিয়াপাখি প্রভৃতি থাকে ৷ এগুলো যথাক্রমে নবীজি সঃ এবং বড়পীর রহঃ এর প্রতীকি রুপ ৷
দোতারা টিউনিং : দোতারাতে ৪ টি তার থাকে। উপরের মোটা তার টি টিউন হবে “পা” তে। মাঝখানের দুটি হবে “সা” আর শেষের তার টি হবে “মা”। এই ভাবে “পা সা সা মা” তে দোতারা বাধতে হবে। দোতারা টিউনিং করার ক্ষেত্রে আপনারা কোন হারমোনিয়াম/ক্রোম্যাটিক টিউনার ব্যবহার করতে পারেন। ক্রোম্যাটিক টিউনার বাদ্যযন্ত্রের দোকানে কিনতে পাওযা যায় যা প্রায় ৪০০-৮০০ টাকা নিতে পারে। তবে ক্ষেত্র বিশেষ বা এক্সপার্টদের জন্য কান সবচেয়ে বড় টিউনার।
দোতারা বাজানোর পদ্ধতি : দোতারা বাজাতে হলে দোতারা বাজানোর পদ্ধতি ও নিয়ম রপ্ত করতে হবে। আনুমানিক দেড়-দুই হাত লম্বা এ বাদ্যযন্ত্রটি বসা অবস্থায় পায়ের ওপর রেখে এবং দাঁড়ানো অবস্থায় গলার সঙ্গে ঝুলিয়ে বাম হাতে আড়াআড়িভাবে ধরে ডান হাতে কটির ঘর্ষণ দিয়ে বাজানো হয়।[১] সাধারণত সুরের সাথে তালের সংমিশ্রণ ঘটিয়ে দোতারা বাঁজাতে হয় যা অতি সহজে মানুষের মন কেড়ে নেয়। দোতারাতে অন্যান্য বাদ্যযন্ত্রের মত সা রে গা মা অনুসরণ করে সুর তুলতে হয় এবং একই সাথে ঐ গানটির তালও বাঁজাতে হয়। সুতরাং দোতারা বাঁজাতে হলে স্বরলিপি ও তাল সম্পর্কে ধারণা থাকতে হবে।
ও মুই না শোনোঙ

ও মুই না শোনোঙ [ O mui na shunum ] দোতারা  ঃ

Leave a Comment