লোকে বলে মন দিলে [ Loke Bole Mon Dile ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ সম্রাট মন্ডল [ Shomrat Mandal ]
লোকে বলে মন দিলে
লোকে বলে..মন দিলে..
মন পাওয়া যায় সই……………
আমি বলি..না………..
মন শুধুই নিতে জানে গো…
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না…বন্ধুরে…
লোকে বলে..মন দিলে..
মন পাওয়া যায় সই……………
আমি বলি..না………..
মন শুধুই নিতে জানে গো…
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না…বন্ধুরে…
জানতাম যদি মন দিয়া..
কেনো এমন হয়…….
পিরিত বান্ধাইয়া মোরে…
নিজে দূরে রয়…
জানতাম যদি মন দিয়া..
কেনো এমন হয়…….
পিরিতে বান্ধাইয়া মোরে…
নিজে দূরে রয়…
একি রে পিরিতের রীতি বন্ধু
একি রে পিরিতের রীতি বন্ধু
আগে জানতাম না…….
মন শুধুই নিতে, জানে গো….
দিতে জানেনা,বন্ধু
দিতে জানেনা…বন্ধুরে…
সরলে গরল মিশাইয়া…
কান্ধাইলি আমারে…
সরলে গরল মিশাইয়া…
কান্ধাইলি আমারে…
এই কলঙ্কের বিচার, তোমায় গো…
ধর্মে যেনো, করে বন্ধু..
ধর্মে যেনো,করে…বন্ধু..রে
শুনো শুনো নগর বাসি.
শুনো আমার গান……..
আমার মত……
পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ..
শুনো শুনো গ্রাম বাসি..
শুনো আমার গান……..
আমার মত……
পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ..
জ্বালা শুধুই দিতে জানে বন্ধু
জ্বালা শুধু..দিতে জানে বন্ধু
জ্বলতে জানেনা……
মন শুধুই,নিতে জানে গো…
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না…বন্ধুরে…
লোকে বলে..
মন দিলে..
মন পাওয়া যায় সই……………
আমি বলি..না………..
মন শুধুই নিতে জানে গো…
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না…বন্ধুরে…
মুজিব পরদেশী :
মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তি আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
লোকে বলে মন দিলে [ Loke Bole Mon Dile ] নিয়ে কভার ঃ
আরও দেখুনঃ