সাগরের তীর থেকে [ Sagorer Teer Theke ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ পর্ণা মিটিল্ডা কস্তা [ Parna Mitilda Costa ]
সাগরের তীর থেকে
শাহনাজ রহমতুল্লাহ :
শাহনাজ রহমতুল্লাহ (জন্ম: শাহনাজ বেগম, ২ জানুয়ারি ১৯৫২ – ২৩ মার্চ ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী। তিনি দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সোনা সোনা সোনা লোকে বলে সোনা, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়।
প্রথমোক্ত তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়। ১৯৯২ সালে তিনি একুশে পদক এবং ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
![সাগরের তীর থেকে [ Sagorer Teer Theke ] 3 সাগরের তীর থেকে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/11/শাহনাজ-রহমতুল্লাহ-300x169.png)
![সাগরের তীর থেকে [ Sagorer Teer Theke ] 1 সাগরের তীর থেকে [ Sagorer Teer Theke ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/maxresdefault-5.webp)
![সাগরের তীর থেকে [ Sagorer Teer Theke ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)