আমায় প্রশ্ন করে [ Amay Proshno kore ]
লেবেল: স্টুডিও গুরুকুল || [ Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: মনীষ সরকার নীড় || Manish Sarkar Nir ||
তবলা : তুষার পাল || Tusher Paul
কিবোর্ড : নন্দন চৌধুরী || Nandan Chowdhury
মুল শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় || Hemanta Mukherjee
কথা ও সুর : সলিল চৌধুরী || Salil Chowdhury
আমায় প্রশ্ন করে
হেমন্ত মুখোপাধ্যায় :
হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন।
তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীদের একজন ছিলেন। শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয়, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর।
আমায় প্রশ্ন করে [ Amay Proshno kore ] নিয়ে কভার ঃ
![আমায় প্রশ্ন করে [ Amay Proshno kore ] 1 আমায় প্রশ্ন করে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আমায়-প্রশ্ন-করে.webp)
![আমায় প্রশ্ন করে [ Amay Proshno kore ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)