নয়ন সরসী কেন [ Noyono shoroshi keno ]

“নয়ন সরসী কেন” একটি হৃদয়স্পর্শী বাংলা গান, যা কিশোর কুমারের কণ্ঠে অমর হয়ে আছে। মূলত প্রখ্যাত গীতিকার মুকুল দত্ত-এর রচনায় এবং স্টুডিও গুরুকুলের পরিবেশনায় গানটি শ্রোতাদের মাঝে এক অনন্য আবেগ জাগায়। গানটির সুর ও কাভার করেছেন মনীষ সরকার নীড়, যিনি তার দক্ষতা ও নান্দনিক উপস্থাপনায় গানটিকে নতুন আঙ্গিকে উপহার দিয়েছেন। তবলার অনবদ্য ছন্দ দিয়েছেন তুষার পাল, এবং কিবোর্ডে সুরের পরিপূর্ণতা এনেছেন নন্দন চৌধুরী। এই গানটি সঙ্গীত গুরুকুল-এর নিবেদন, যা শ্রোতাদের একাধারে স্মৃতিমগ্নতা ও নতুন অভিজ্ঞতা এনে দেয়।

 

নয়ন সরসী কেন [ Noyono shoroshi keno ]

নয়ন সরসী কেন ভরেছে জলে,
কত কী রয়েছে লেখা কাজলে, কাজলে।

বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু,
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু।
সারা মন কেন তুমি চোখে সাজালে,
কত কী রয়েছে লেখা কাজলে, কাজলে।

জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ,
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ।
নিশি রাতে বিরহের বাঁশি—ওরে কে বাঁজায়!
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়?

সেধে সেধে কেন তুমি মরণ নিলে,
কত কী রয়েছে লেখা কাজলে, কাজলে।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

Noyon shoroshi keno bhoreche jole – Roman/ English

Noyon shoroshi keno bhoreche jole,
Koto ki royechhe lekha kajole kajole.

Bedonar koli tumi dao bhalobese bondhu,
Phul photanor chhole ami bhore debo modhu.
Sara mon keno tumi chokhe shajale,
Koto ki royechhe lekha kajole kajole.

Jonmo shofol hobe bondhuwar ghore aaj,
Shoromer aralete dekha jabe phulshaj.
Nishi rate biroher bashi — ore ke bajay!
Bhalobese keno bondhu aaj shudhu kende jay?

Sedhe sedhe keno tumi moron nile,
Koto ki royechhe lekha kajole kajole.

নয়ন সরসী কেন

 

নয়ন সরসী কেন [ Noyono shoroshi keno ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment