এই মেঘলা দিনে একলা [ Ei Meghla dine ekla ]
লেবেল: স্টুডিও গুরুকুল || [ Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: || সুদিপ্ত শুভ || Sudipto Shuvo ||
তবলা : সুবীর ঘোষ || Subir Ghosh
কিবোর্ড : নন্দন চৌধুরী || Nandan Chowdhury
গীতিকার : গৌরী প্রসন্ন মজুমদার ||Gouri Prasanna Majumder
মুল শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় || Hemana Mukhopadhyay
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায় || Hemana Mukhopadhyay
এই মেঘলা দিনে একলা
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যূথী বনে ঐ হাওয়া–
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।
শুধু ঝরে ঝরঝর আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে–
কি যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে–
কবে হবে সে মিলন।
এই মেঘলা দিনে একলা [ Ei Meghla dine ekla ] নিয়ে কভার ঃ
![এই মেঘলা দিনে একলা [ Ei Meghla dine ekla ] 1 এই মেঘলা দিনে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/এই-মেঘলা-দিনে.webp)
![এই মেঘলা দিনে একলা [ Ei Meghla dine ekla ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)