Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বাড়ির পাশে মধুমতী | Barir Pashe Modhumoti | ফজলুর রহমান বাবু

বাড়ির পাশে মধুমতী | Barir Pashe Modhumoti | ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু

বাড়ির পাশে মধুমতী | Barir Pashe Modhumoti | ফজলুর রহমান বাবু

 

বাড়ির-পাশে মধুমতী [ Barir Pashe Modhumoti ]

গীতিকারঃ ফজলুর রহমান বাবু

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ফজলুর রহমান বাবু 

বাড়ির-পাশে মধুমতী লিরিক্স :

 

বাড়ির-পাশে মধুমতী

পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে।

ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের বেলা
কোথায় রইলা প্রান বন্ধুয়া
প্রানে দিলো জালারে।

রাখিয়া একেলা
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ডেউরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে।

চৈত্র মাসের মাটির
বুকে লাগে খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।

সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Barir Pashe Modhumoti lyrics :

Barir Pashe Modhu Moti
Pubal hawa boy-re
Bondhur mone rong lagaiya
Praane dilo jwala-re (x2)

Bhadro masher akash amar
Sada Megher vela
Kothay roila praan bondhuya
Rakhiya ekela (x2)

Koste kaate din rojoni
Buke byathar dheu-re
Bondhur mone rong lagaiya
Pranne dilo jala-re(x2)

Barir Pashe Modhu Moti
Pubal hawa boy-re
Bandhur mone rong lagaiya
Praane dilo jwala-re
Barir Pashe Madhu Moti

Choitro mashe maatir buke
Laage darun khora
Bondhu bine amar jibon
Praan thakite-o mora (x2)

Sonkotha ki jaayre bola
Ami valo nai re
Bandhur mone rong lagaiya
Prane dilo jwala-re

Barir Pase Modhu Moti
Pubal hawa boy-re
Bondhur mone rong lagaiya
Praane dilo jala-re
Barir Pase Modhu Mati

 

 

ফজলুর রহমান বাবুঃ

ফজলুর রহমান বাবু একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী ।  তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন । তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ওখানে তার শৈশবের বেশিরভাগ সময় কাটান।

তিনি বাড়ির পাশে মধুমতি গান সহ  মনপুরা সিনেমায় দুইটি গানে কন্ঠ দেন । মনপুরা  ২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল। চলচ্চিত্রটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।।

বাবু তার প্রথম একক সঙ্গীত অ্যালবাম ইন্দুবালা (২০০৯)। এছাড়া তিনি মিশ্র সঙ্গীত অ্যালবাম মনচোর (২০০৮) এর চারটি গানে কণ্ঠ দিয়েছেন ।

তিনি ১৯৭৮ সালে ফরিদপুরে “বৈশাখী নাট্য গোষ্ঠিতে” যোগদানের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু করেন। একই বছর, বাবু প্রথমবারের মত জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করে। এরমধ্যে, তিনি ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশীদের “আরণ্যক নাট্যদল” মঞ্চ দলে যোগ দেন। মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হল, নঙ্কার পালা, পাথার এবং ময়ূর সিংহাসন।

তিনি ১৯৯১ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন সোপ অপেরা হল মৃত্যুক্ষুধা।এটি কাজী নজরুল ইসলামের রচিত মৃত্যুক্ষুধা অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন আবু জাফর সিদ্দিকী। এই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়। যাই হোক, মামুনুর রশীদের ইতিকথা (১৯৯১) টেলিভিশন নাটকে তিনি পরান মাঝির চরিত্রে অভিনয় করেন। এর ফলে, তিনি সুন্দরী ও দানব নাটকেও অভিনয়ের সুযোগ পান।

বাবু তার হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে বিখ্যাত কিন্তু তার দানব এবং জয় জয়ন্তীর মত মঞ্চ নাটকে তিনি গম্ভীর চরিত্রে অভিনয় করেন।

 

ফজলুর রহমান বাবু

 

 

আরও দেখুনঃ 

Exit mobile version