Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

স্বপ্ন ডানা লিরিক্স | Shopno dana lyrics | Shunno

স্বপ্ন ডানা লিরিক্স,শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।

 স্বপ্ন ডানা লিরিক্স | Shopno dana lyrics | Shunno

 shopno dana

Lyrics by Shunno

 

শূন্য ব্যান্ড

 

মেলবো না স্বপ্ন ডানা লিরিক্স

আমি নিতে দেবো না-

সময়কে একমুঠো ভরা জোছনা ।
চাঁদটা যতই দূরের হোক না,
ছুঁতে আমি চাই না ।
পৃথিবীর সব অপার, বিস্ময় থাক
আমার অ-দেখা ।
শূণ্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অ-লেখা ।
আমি মেলবো না আর স্বপ্ন ডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায় ।
আমি লিখবো না আর কাব্য কোনো,
স্মৃতির ছেঁড়া পাতায় ।
আমি দেবো না পাড়ি তোমায় নিয়ে
নিষ্প্রাণ নদীতে ।
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূণ্য মরুর বুকে ।
শেষ বিকেলে হারিয়ে যাওয়া স্মৃতি
হাতরে বেড়াই ।
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরার খেলায় ।
আমি মেলবো না আর স্বপ্ন ডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায় ।
আমি লিখবো না আর কাব্য কোনো,
স্মৃতির ছেঁড়া পাতায় ।।

 

Melbo na shopno dana lyrics in english

Ami nitey debo na somoy ke
Ek mutho bhora jochona.
Chand ta jotoi durer hok na
Chunte ami chai na.
Prithibir sob opar, bissoy
Thak amar odekha.
Shunnyo khatar proti ti patay
Somoy kabyo olekha.
Ami melbo na arr swopno dana
Oi nil megheder chowai.
Ami likhbo na arr kabyo kono
Sritir Chera Patai.
Ami debo na pari tomay niye
Nispran nodite.
Je poth bhule pouche geche
Shunnyo morur bukey.
Shesh bikele hariye jawa sriti
Hatrey berai.
Nijhum raater ondhokare
Swopno dhorar khelai.
শূন্য

 

শূন্য (ব্যান্ড):

শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।

 

ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন। একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু।

২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।

২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম ভাগো। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চলো বাংলাদেশ গানটিতে কণ্ঠ দেয় দলটি।

রবি প্রযোজিত দেশপ্রেমিকের গান শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম লটারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে উৎসাহিত করার জন্য, তারা চলবে লড়াই গানটিও গেয়েছিল।

আরও দেখুনঃ

Exit mobile version