Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কত বারও ভেবেছিনু লিরিক্স | Koto Baro Vhebe Chinu Rabindra Sangeet Lyrics | Rabindra Sangeet

কত বারও ভেবেছিনু লিরিক্স :রবীন্দ্রসঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্‌ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।

কত বারও ভেবেছিনু লিরিক্স | Koto Bar O Vhebe Chinu Rabindro Shongit Lyrics | Rabindra Sangeet

গান – কত বারও ভেবেছিনু

কথা  – রবীন্দ্রনাথ ঠাকুর

কত বারও ভেবেছিনু রবীন্দ্র সংগীত লিরিক্স

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

 

koto bar o vhebe chinu rabindro shongit lyrics in english

Kotobar bhebechinu apona bhuliya
Tomar chorone dibo hridoy khuliya
Chorone dhoriya tobo kohibo prokashi
Gopone tomare, shokha, koto bhalobashi
Bhebechinu kotha tumi swarger debota,
Kemone tomare kobo pronoyer katha,
Bhebechinu mone mone duure duure thaki
Chirojonmo shongopone puujibo ekaki –
Kotobar bhebechinu apona bhuliya
Tomar chorone dibo hridoy khuliya
Keho janibe na mor gobhir pronoy,
Keho dekhibe na mor ashrubarichoy
Aponi ajike jobe shudhaicho ashi,
Kemone prokashi kobo koto bhalobashi
Kotobar bhebechinu apona bhuliya
Tomar chorone dibo hridoy khuliya.

 

Exit mobile version