Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

অল্পনা বয়সের লিরিক্স | olpona boyosher sokhina cheri lyrics | fazlur rahamn babu

অল্পনা বয়সের লিরিক্স, ফজলুর রহমান বাবু (জন্ম আগস্ট ২২, ১৯৬০)[হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী। তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।

অল্পনা বয়সের ছকিনা ছেরি লিরিক্স | olpona boyosher sokhina cheri lyrics | fazlur rahamn babu

গানঃ অল্পনা বয়সের সখিনা ছেরি
শিল্পীঃ ফজলুর রহমান বাবু
কথা ও সুরঃ ফজলুর রহমান বাবু

অল্পনা বয়সের লিরিক্স

অল্পনা বয়সের সখিনা ছেরি

আমার মনটা কেন করলি চুরি,

সত্যি করে বলনা ছেরি গো  কোন জেলায় বাড়ি।

অল্পনা বয়সের সখিনা ছেরি আমার মনটা কেন করলি চুরি

, সত্যি করে বলনা ছেরি গো  কোন জেলায় বাড়ি।

বাড়ি আমার ফুলতোলা বাপের নামটি আলাভোলা,

মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা।

বাড়ি আমার ফুলতোলা বাপের নামটি আলাভোলা,

মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা।

অল্পনা বয়সের সখিনা ছেরি আমার মনটা কেন করলি চুরি,

সত্যি করে বলনা ছেরি গো  কোন জেলায় বাড়ি।

আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি,

দশটার সময় বাড়ি পৌছায় গো সেই জেলায় বাড়ি।

আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি

, দশটার সময় বাড়ি পৌছায় গো সেই জেলায় বাড়ি।

অল্পনা বয়সের সখিনা ছেরি  আমার মনটা কেন করলি চুরি,

সত্যি করে বলনা ছেরি গো কোন জেলায় বাড়ি।

অল্পনা বয়সের সখিনা ছেরি  আমার মনটা কেন করলি চুরি,

সত্যি করে বলনা ছেরি গো কোন জেলায় বাড়ি।

সত্যি করে বলনা ছেরি গো কোন জেলায় বাড়ি,

সত্যি করে বলনা ছেরি গো কোন জেলায় বাড়ি\

 

 

Exit mobile version