Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

একি লাবণ্যে পূর্ণ প্রাণ লিরিক্স – Eki labanye purna pran lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

eki labonye purno praan dujone d একি লাবণ্যে পূর্ণ প্রাণ লিরিক্স - Eki labanye purna pran lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

একি লাবণ্যে পূর্ণ প্রাণ লিরিক্স ( Eki labanye purna pran lyrics ) গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্বের রবীন্দ্রসঙ্গীত। পূজা পর্বের গানগুলোর কথা ও সুরে ঈশ্বর প্রেম, শ্রদ্ধা বা স্মরণ বিষয়টিকে তুলে ধরা হয়েছে। এখানে গানে গানে তিনি বন্ধন কাটার মনোজাগতিক পরিবেশ সৃষ্টি করেছেন। সুরের গুরু বা সৃষ্টিকর্তার কাছে সুর বা পরম পুরুষের তর্পণের জন্য জ্ঞানকে প্রার্থনা করেছেন। মুক্তি খুঁজেছেন ঈশ্বর সৃষ্ট আলো, ধূলি ও ঘাসে। মনের ভেতর শুনেছেন তাঁর চরণধ্বনি যিনি দীনবন্ধু, চিরবন্ধু ও চিরশান্তির আশ্রয়স্থল। সব কাজ শেষ হলে তিনি নীরবে অথচ হাসি মুখেই ঈশ্বরের কাছে ফিরে যাবেন এ প্রত্যয়ও ব্যক্ত করেছেন আনন্দচিত্তে।

রবীন্দ্রনাথ ঠাকুর

 

রাগ: পূর্ণ ষড়জ রাগিনী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯৩
স্বরলিপিকার: সরলা দেবী

 

একি লাবণ্যে পূর্ণ প্রাণ লিরিক্স

লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে
আনন্দ বসন্ত সমাগমে,
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে।

বিকশিত প্রীতিকুসুম হে..
আনন্দ বসন্ত সমাগমে,
বিকশিত প্রীতিকুসুম হে… এ..
বিকশিত প্রীতিকুসুম
পুলকিত চিতকাননে,
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে।।

জীবনলতা অবনতা তব চরণে,
জীবনলতা অবনতা তব চরণে
হরষগীত উচ্ছ্বসিত হে..
আনন্দ বসন্ত সমাগমে,
হরষগীত উচ্ছ্বসিত হে… এ..
হরষগীত উচ্ছ্বসিত
কিরণমগন গগনে।
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে
আনন্দ বসন্ত সমাগমে,
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে।।

Labonne purno’ pran lyrics in English Roman

Eki labonye purno praan
praane eso hey
Aanondo basanta somagome
Bikoshito pritikusumo hey
Pulokito chitokanone
Jibonolota abonota tobo chorone
Horoshogito uchchosito hey
Kironomogon gogone

 

পূজা অংশে ভক্তি-শ্রদ্ধাপূর্ণ পঙ্‌ক্তিগুলোকে তিনি সব সুরের অধিকারী মহান স্রষ্টাকে বিশ্বলোকের রাগীনিরূপে অর্ঘ্য দিয়েছেন। এখানে ৬২৯টি গান স্বতন্ত্র একুশটি রকমে যথা বন্ধ, প্রার্থনা, বিরহ, দুঃখ, আত্মবোধন প্রভৃতি নামেও বিভাজিত করা যায়। পরিণয়ের গানগুলোর মধ্যেও পূজারই প্রাধান্য দেখা যায়, যদিও সেখানে প্রেমও অচ্ছেদ্যরূপে বিদ্যমান। আর প্রকৃত অর্থে সঙ্গীতের নাম দেয়াও কঠিন। একদিকে যা পূজা অন্যদিকে সেটাই প্রেম। এরা এক বৃন্তে দুটি ফুল, সহযোগী ও আলিঙ্গনাবদ্ধ এবং সহমর্মীও বটে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গানটির ভিডিও:

 

পণ্ডিত অজয় চক্রবর্তী:

 

 

কবিতা কৃষ্ণমূর্তি:

 

 

আরও দেখুনঃ

Exit mobile version