Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

লাগ যা গালে লিরিক্স | lag jaa gale | ওহ কৌন থি ১৯৬৪ | রাজা মেহেদী আলী খান | লতা মঙ্গেশকর

লাগ যা গালে লিরিক্স | Lag Jaa Gale| ওহ কৌন থি (১৯৬৪) : রাজা মেহেদি আলী খান (২৩ সেপ্টেম্বর ১৯১৫ – ২৯ জুলাই ১৯৬৬) ছিলেন একজন ভারতীয় কবি,লেখক এবং চলচ্চিত্র গানের গীতিকার।

রাজা মেহেদি আলী খান ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার ওয়াজিরাবাদের কাছে 23শে সেপ্টেম্বর 1915 সালে কারামাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। 
মেহেদী আলী তার চার বছর বয়সে তার বাবাকে হারান। তাঁর মা হুবিয়া খানুম যিনি ছিলেন মাওলানা জাফর আলী খানের বোন, তাঁকে শিক্ষিত করেন এবং তিনি ইসলামিয়া কলেজে (লাহোর) প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।

বড় হওয়ার সাথে সাথে মেহেদি আলী লাহোর থেকে ফুল এবং তেহজিব-ই-নিসওয়ান উর্দু পত্রিকার সম্পাদকীয় কর্মীদের কাজ শুরু করেন।
 
রাজা মেহেদী আলী খান

 

 তারপর ১৯৪২ সালে দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে লেখক হিসেবে যোগ দেন। 
এখানে তিনি পরিচিত হন বিশিষ্ট লেখক সাদাত হাসান মান্টোর সঙ্গে। মান্টো, যিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন, চলচ্চিত্র অভিনেতা অশোক কুমারকে মেহেদি আলিকে কোনো ধরনের চাকরি খুঁজতে বলেছিলেন। 
তিনি শীঘ্রই আট দিন (1946) নামে একটি চলচ্চিত্র পান যাতে তিনি কেবল সংলাপই লেখেননি, অভিনয়ও করেছিলেন। 
ফিল্মিস্তান স্টুডিওর অন্যতম অংশীদার শশধর মুখার্জি মেহেদি আলিকে তার চলচ্চিত্র দো ভাই (1947) এর জন্য গান লেখার সুযোগ দিয়েছিলেন। 
"মেরা সুন্দর স্বপ্ন বিট গায়া" এবং "ইয়াদ করোগে" এর মতো ছবির গানগুলি তাত্ক্ষণিক হিট হয়ে ওঠে

লাগ যা গালে লিরিক্স | lag jaa gale | ওহ কৌন থি ১৯৬৪ | রাজা মেহেদী আলী খান | লতা মঙ্গেশকর

ছবিঃ ওহ কৌন থি

গীতিকারঃ রাজা মেহেদী আলী খান

গায়ীকাঃ লতা মঙ্গেশকর

 

লাগ যা গালে লিরিক্স

লাগ যা গালে কি ফির
এ হাসি রাত হো না হো
সায়েদ ফির ইস জানাম মে

মুলাকাত হো না হো

লাগ যা গালে কি ফির
এ হাসি রাত হো না হো
সায়েদ ফির ইস জানাম মে
মুলাকাত হো না হো
রাজা মেহেদী আলী খান
হাম কি মিলি হে আজ
এ ঘড়িয়া নসিব সে
জি ভার কে দেখ লিজিয়ে
হামকো কারিব সে
ফির আপকে নসিব মে
এ বাত হো  না হো
সায়েদ ফির ইস জানাম মে
মুলাকাত হো না হো …
পাস আইয়ে কি হাম নেহি
আয়েঙ্গে বার বার
বাহে গালে মে ডালকে
হাম রো লে জার জার
আঁখো সে ফির এ
পিয়ার কি বরসাত হো না হো
সায়েদ ফির ইস জানাম মে
মুলাকাত হো না হো …
লাগজা গালে….
লতা মঙ্গেশকর

Lag Jaa Gale lyrics 

Lag Jaa Gale K Phir
Haseen Raat Ho Na Ho

Lag Jaa Gale K Phir Haseen Raat Ho Na Ho
Shaayad Phir Is Janam mein
Mulaaqaat Ho Na Ho -2
Lag Jaa Gale se he…

Humko Mili Hain Aaj Yeh Ghadiyaan Naseeb Se-2
Jee Bhar Ke Dekh Lijiye Humkok Qareeb Se
Phir Aapke Naseeb Mein Yeh raat Ho Na Ho
Shaayad Phir Is Janam Mein Mulaaqaat Ho Na Ho

Lag Jaa Gale se he…

Paas Aayiye Ke hum Nahi Aayenge Baar Baar-2
Baahain Gale Mein Daal Ke Hum Ro le zaar zaar
Aankhon Se Phir Yeh Pyaar Ki Barsaat Ho Na Ho
Shaayad Phir Is Janam Mein Mulaaqaat Ho Na Ho
Lag Jaa Gale K Phir Yeh Haseen Raat Ho Na Ho
Shaayad Phir Is Janam Mein Mulaaqaat Ho Na Ho
Lag Jaa Gale se….

 

 

লতা মঙ্গেশকর নিয়ে কিছু কথা: 

লতা মঙ্গেশকর (মারাঠি: লতা মংগেশ্‌কর্‌; ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি।এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।

তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন – আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।

 

আরও দেখুনঃ
Exit mobile version