No Image Available

অচিন পাখি

 Author: গোলাম মোস্তফা  Category: অনুবাদ  Publisher: ইমামিয়া চিশ্‌তীয়া পাবলিশার  Published: ০১/০৩/২০১৮  ISBN: 978-984-91794-6-7  Tags: গান | সঙ্গীত বিষয়ক বই More Details
 Description:

‘অচিন পাখি’ বইটি গোলাম মোস্তফা এর খুব সারা জাগানো একটি উল্লেখযোগ্য বই। আবির্ভাবঃ দয়াল লালন সাঁইজী কবে কোথায় আগমন করেছেন তার সঠিক তারিখ পাওয়া যায় না। তিনি হিন্দু না কি মুসলমান তা নিয়েও বিতর্ক রয়েছে। মাওলা লালন গানের মাধ্যমে কোন জাতকে গুরুত্ব দেননি এবং নিজের পরিচয়ও ব্যক্ত করেননি। তাঁর প্রকাশিত বাণীতে ধর্ম-বর্ণ লিঙ্গ ও সম্প্রদায়ের কোন বৈষম্য রাখেন নাই।

তিনি মানবতার গান গেয়েছেন’ মানব ধর্মের কথা বলেছেন, মানুষকে হিংসা, লোভ, কামনা-বাসনা থেকে মুক্ত হয়ে সহজ মানুষ হতে ব্যবস্থাপত্র দান করেছেন। তাই তাঁর সঠিক পরিচয় জানতে হলে বাণীগুলো বুঝতে হবে এবং জানতে হবে। এই বাণীগুলোর মর্মার্থ অনুধাবন করতে পারলে মাওলা লালনের আবির্ভাবের উদ্দেশ্য বুঝা যাবে। তিনি কার ঘরে আবির্ভাব হয়েছেন তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হল তিনি কেন এই ধরার মাটিতে আগমন করেছেন? কি উদ্দেশ্য ছিল? কি নিয়ে এসেছেন? কি বুঝাতে চেয়েছেন? মানব জীবনের সম্পর্কিত প্রতিটি বিষয়ের উপর তিনি গান গেয়েছেন।

গুরুবাদ, আল্লাহর গোপন রহস্য, জীবের আসা আর যাওয়ার লীলাময় পুতুল খেলা, সার্বক্ষণিক নিজেকে চেনার মহড়া, ভাষার সুন্দর ব্যবহার প্রভৃতির মাধ্যমে তিনি মানবতার জয়ের গান গেয়েছেন। তাঁর আবির্ভাব সার্থক হবে তখনই যখন আমরা তাঁকে অনুসরণ করে বাণীগুলোর যথার্থতা উপলব্ধি করে বুদ্ধ হতে পারব। অন্ধ আঁখি খোলে নিজেকে দেখতে পারব, চিনতে পারব, বুঝতে পারব, অজানাকে জানতে পারব। আমি কে?

কোথায় হতে আসলাম আবার কোথায় ফিরে যাব আবার কোথায় ফিরে আসব। অনেক অজানা কথার উত্তর খুঁজে পাব আর তা লালন দর্শনের মাধ্যমেই সম্ভব। জগতে এমন মহাপুরুষ কমই দেখা যায়। যুগে যুগে অল্প সংখ্যক কেতাবপ্রাপ্ত মহাপুরুষ রয়েছেন। আমাদের দয়াল লালন এমনই একজন। এসমস্ত কামেল মহাপুরুষগণ এমন ক্ষমতার অধিকারী তাঁরা যেকোন জায়গায় যেকোন রূপে আবির্ভূত হতে পারেন। তাঁরা চলমান দেহের অধিকারী। আল কোরানে সূরা তাকবীরে আছে,

وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ .

৩। এবং যখন পর্বতসমূহ চলমানহয়,

সরা তাকবীর আয়াত নং ৩।

 

 Back