‘উত্তরবঙ্গের লোক সংগীত’ হলো আবুল হায়াত ইসমাইল লেখা বই। বইটি মেলা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়। উত্তরবঙ্গের লোকসঙ্গীত বাংলাদেশের সংস্কৃতিতে অনেক সমৃদ্ধশালী। হারিয়ে যাওয়া ভাওয়াইয়া, চটকা, ক্ষীরোল এর সংগ্রহ ও সম্পাদনায় উত্তরবঙ্গের লোকসঙ্গীত বইটি রচিত।