No Image Available
 Description:

‘গীতবিতান’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমুদয় গানের সংকলন গ্রন্থ ।  ১৯৩১ সালে (আশ্বিন, ১৩৩৮ বঙ্গাব্দ) দুই খণ্ডে প্রকাশিত হয় এই গ্রন্থের প্রথম সংস্করণটি গীতবিতান প্রকাশের আগে রবীন্দ্রনাথের ‘সমুদয়’ গানছড়িয়ে ছিটিয়ে ছিল মোট তেরোটি গীতিসংকলনে  প্রথম সংস্করণে গীতবিতান গ্রন্থের বর্তমান পর্যায়বিন্যাসকরা হয়নি পরবর্তীকালে এই সংস্করণের সকল গান ‘পূজা, ‘স্বদেশ, ‘প্রেম, ‘প্রকৃতি, ‘বিচিত্র’ ও ‘আনুষ্ঠানিক’পর্যায়ে বিন্যস্ত করেন কবি

 

মহারাজ একি সাজে লিরিক্স [ Maharaj eki saje lyrics ] । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

 এই বিষয়ানুক্রমে সজ্জিত হয়ে রবীন্দ্রনাথের মৃত্যুর পর ১৯৪২ সালে (মাঘ, ১৩৪৮বঙ্গাব্দ) গীতবিতান গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় দুই খণ্ডে বর্তমানে এই সংস্করণটিই প্রচলিত ১৯৫০সালে (১৩৫৭ বঙ্গাব্দ) কবির যাবতীয় গীতিনাট্য নৃত্যনাট্য ও অন্যান্য গ্রন্থের অসংকলিত গান নিয়ে গীতবিতানসংকলনের তৃতীয় খণ্ড প্রকাশিত হয় সমগ্র রবীন্দ্রসংগীতের সংকলন হিসেবে আজও গীতবিতান বাঙালিসমাজে বিশেষ জনপ্রিয় ও সমাদৃত এক গীতিসংকলন

 

 Back