
হাসন রাজার গান
Author: আবু আহসান চৌধুরী Category: অনুবাদ, জীবনী Publisher: বর্ণায়ন Published: ০১/০২/২০০৮ Tags: গান | সঙ্গীত বিষয়ক বই More Details‘হাসন রাজার গান’ বইটি আবু আহসান চৌধুরীর লেখা বেশ জনপ্রিয় একটি বই। দক্ষিণ-রাঢ় হইতে কায়স্থ বংশীয় রাজা বিজয়সিংহ ভা’য়ের সহিত বিবাদ করিয়া এদেশে আগমন করিয়াছিলেন। বহু লোকজন সঙ্গে লইয়া সিলেটের সদর মহকুমার কোনও জঙ্গলে তিনি প্রথম বাসস্থান নির্মাণ করেন। বর্তমানে এই গ্রামের নাম কুনাউরা। তাঁহার বংশধর রাজা রঞ্জিত রায় রামপাশা গ্রাম স্থাপন করিয়া সেখানেই তাঁহার দৌলতখানা স্থানান্তরিত করেন। ঐ বংশের দেওয়ান বাবু রায় চৌধুরী জমিদার মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত হইয়া বাবু খাঁ নাম গ্রহণ করেন। কয় পুরুষ পর এই বংশের দেওয়ান আলী রাজা চৌধুরী জমিদার সুনামগঞ্জের নিকটবর্তী লক্ষ্মণশ্রী গ্রামে স্বীয় বাসস্থান প্রতিষ্ঠা করেন। দেওয়ান হাছন রাজা চৌধুরী জমিদার ইঁহার দ্বিতীয় পুত্র।
১২৬১ বঙ্গাব্দের ৭ই পৌষ তারিখ লক্ষ্মণশ্রী গ্রামে দেওয়ান হাছন রাজা চৌধুরী জন্ম- গ্রহণ করেন হাজার লোকের মধ্যে চোখে পড়ে এমনি একখানা চেহারা লইয়া। স্বভাব তাঁহাকে যেমন অন্তরের ঐশ্বর্য্য তেমনি দেহের ঐশ্বর্য্য মুক্ত হাতে দান করিয়াছিল। চারি হাত উঁচু দেহ, দীর্ঘ বাহু, ধারাল নাক, তীক্ষ্ণ পিঙ্গল চোখ এবং কোঁকড়া চুল প্রাচীন আর্য্যদের একখানা চেহারা সম্মুখে তুলিয়া ধরিত। বাঙ্গালার সেই মধ্যযুগে এতদ্দেশে শিক্ষার বহুল প্রচার না হওয়ায় ইঁহার শিক্ষার প্রতি তখন কোন মনোযোগই দেওয়া হয় নাই। কিন্তু বনের ফুল যেমন মালীর হাতের সেবার অপেক্ষা না রাখিয়াই আপনার মত বর্ণে গন্ধে ভরিয়া উঠে শিক্ষার অভাবের মধ্যেও তেমনি এই বাউলকবির চিত্ত বৈরাগ্য ও প্রেমের আলোকে এক রমণীয় বন্য সৌন্দর্য্যে বিকশিত হইয়া উঠিয়াছিল।