Loke bole mon dile [ লোকে বলে মন দিলে ]
Loke bole mon dile [ লোকে বলে মন দিলে ]
গীতিকারঃ মুজিব পরদেশী
Loke bole mon dile [ লোকে বলে মন দিলে ]
লোকে বলে মন দিলে
মন পাওয়া যায় সই
আমি বলি না
মন শুধুই নিতে জানে গো
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না বন্ধুরে
জানতাম যদি মন দিয়া
কেনো এমন হয়
পিরিত বান্ধাইয়া মোরে
নিজে দূরে রয়
একি রে পিরিতের রীতি বন্ধু
আগে জানতাম না
মন শুধুই নিতে, জানে গো
দিতে জানেনা, বন্ধু
দিতে জানেনা বন্ধুরে
সরলে গরল মিশাইয়া
কান্ধাইলি আমারে
এই কলঙ্কের বিচার, তোমায় গো
ধর্মে যেনো,করে বন্ধুরে
শুনো শুনো নগর বাসি
শুনো আমার গান
আমার মত
পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ
শুনো শুনো গ্রাম বাসি
শুনো আমার গান
আমার মত
পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ
জ্বালা শুধুই দিতে জানে বন্ধু
জ্বলতে জানেনা
মন শুধুই,নিতে জানে গো
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না বন্ধুরে
লোকে বলে
মন দিলে
মন পাওয়া যায় সই
আমি বলি না
মন শুধুই নিতে জানে গো
দিতে জানে না, বন্ধু
দিতে জানে না বন্ধুরে ।
মুজিব পরদেশী
মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
আরও দেখুনঃ
বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]