তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম

তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম

তুমি বিনে আকুল পরান” গানটি লিখেছেন শাহ আবদুল করিম এবং গেয়েছেন শিল্পী কাজী শুভ । উস্তাদ শাহ আবদুল করিম  হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

 

 

তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম

গীতিকারঃ শাহ আবদুল করিম
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কাজী শুভ 

তুমি বিনে আকুল পরান লিরিক্স :

তুমি বিনে আকুল পরান

থাকতে চায়ে না ঘরে রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে”(২)
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।
সাগরে ভাসাইয়া কূল মান
তোমারে সপিয়া দিলাম
আমার দেহ মন প্রান” (২)
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণ পরে রে………..
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।

আমারে ছাড়িয়া যদি যাও

প্রতিজ্ঞা করিয়া বল
তুমি আমার মাথা খাও” (২)
তুমি যদি আমায় কান্দাও
তোমার কান্দন পরে রে……….
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।
কুলমান গেলে ক্ষতি নাই আমার,
তুমি বিনে প্রান বাচেনা
কি করিব আর”(২)
তোমার প্রেমও সাগরে
প্রেম সাগরে তোমার
করিম যেন ডুবে মরে রে……
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।

কাজী শুভঃ

কাজী শুভ একজন অন্যতম জনপ্রিয় বাংলাদেশী কন্ঠশিল্পী।কাজী শুভর আসল নাম কাজী আশিকুর রহমান, ডাক নাম  কাজী শুভ। তার বাবা কাজী শাহ আলম ও মা ফাতেমা খাতুন। তিনি ১০ ডিসেম্বর ১৯৮৩ সালে বরিশালের বিজয়পুরে জন্ম গ্রহণ করেন। গানে তার দীক্ষা শুরু হয় বাবার হাত ধরে তবলা শেখার দ্বারা। প্রাতিষ্ঠানিকভাবে তিনি প্রথমে খুলনার “এসো গান শিখি” থেকে এবং “উদীচী” থেকে তবলা বাজানো শিখেছিলেন।তার গান গাওয়ার প্রতি খুব আকর্ষণ ছিল। তিনি তার বড় ভাই কাজী আতিকুর রহমান এর কাছ হতে অনুপ্রাণিত হন গান গাইতে। তার বড় ভাইয়ের ডায়েরি থেকে তিনি অনেকগুলি গান মুখস্থ করেছিলেন।

শাহ আব্দুল করিমঃ

স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল ।

বাউলসাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।

 

 

Leave a Comment