অবাক ভালোবাসা লিরিক্স [ Obak Valobasa Lyrics ]
ওয়ারফেজ । Warfaze
ওয়ারফেজ বা ওয়ারফেইজ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় হেভি মেটাল ঘরানার সঙ্গীতদল । ১৯৮৪ সালের ৫ জুন ওয়ারফেইজ গঠিত হয়। ১৯৯১ সালে Warfaze নামক সঙ্গীত-সঙ্কলন প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু। এই সঙ্গীত-সঙ্কলনটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।
অবাক ভালোবাসা লিরিক্স [ Obak Valobasa Lyrics ] । ওয়ারফেজ । Warfaze
অবাক ভালোবাসা লিরিক্স
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
Obak Valobasa Lyrics
Shob Alo Nive Jak Adhare
Shudhu Jege Thak Oi Durer Tarara
Shob Shobdo Theme Jak Nistobdhotai
Shudhu Jege Thak Ei sagor Amar Pashe
Shob Bedona Muche Jak Sthirotai
Hridoy Vore Jak Ostitter Anonde
Hridoy Gobhire Obak Drishtite
Thomke Dariyeche Mohakal Ekhane
Shuvro Balir Shoikote
Elomelo Batashe Guitar Hate
Nistobdhota Chouchir
Unmad Jhonkare Kadi Amar Shukher Kanna,
Jeno Chuni Hira Panna
Sagorer Buke, Alpona Eke Diye Jay
Obak valobashai
Obak valobashai
Shob Koshte Boye Jak Shukher Jhor
Hridoy Vore Jak Shohoj nil Shopone
Hridoy Gobhire Obak Drishtite
Thomke Dariyeche Mohakal Ekhane
Shuvro Balir Shoikote
Elomelo Batashe Guitar Hate
Nistobdhota Chouchir
Unmad Jhonkare Kadi Amar Shukher Kanna,
Jeno Chuni Hira Panna
Sagorer Buke, Alpona Eke Diye Jay
Obak valobashai
Obak valobashai
অবাক ভালোবাসা লিরিক্স [ Obak Valobasa Lyrics ] । ওয়ারফেজ । Warfaze
আরও দেখুনঃ
শোনো গো দক্ষিনা হাওয়া লিরিক্স [ Shono Go Dokhino Hawa Lyrics ] । শচীন দেববর্মন । Sachin Dev Burman