![আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ] 1 আকাশটা কাঁপছিল ক্যান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_241/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-11-e1644305162325-300x241.jpg)
“আকাশটা কাঁপছিল ক্যান” গানটি বাউল শিল্পী শাহ আলম সরকার লেখা এবং গাওয়া একটি গান।
আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]
গীতিকারঃ শাহ্ আলম সরকার
আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]
না জেনে ভেদ বাতেন,
![আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ] 2 আকাশটা কাঁপছিল ক্যান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_275,h_183/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-06T162717.069.jpg)
শাহ্ আলম সরকারঃ
![আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ] 3 আকাশটা কাঁপছিল ক্যান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_250/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/220322KK_RongerMela_18-11-08-08-e1646564093240-300x250.jpg)
আকাশটা কাঁপছিল ক্যান এর গীতিকার শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫। তিনি গ্রাম-গঞ্জ শহর নির্বিশেষে বাউল শিল্পী হিসেবে একজন জীবন্ত কিংবদন্তী ।
তিনি বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্মেছিলেন ।
তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার । তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী । প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন । তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব“খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে।
ব্যক্তিগত জীবনে শাহ আলম সরকার বিবাহিত ও তিন সন্তানের জনক । তিনি গীতিকার হিসেবে ( রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড ) পুরস্কার পান ।
আরও দেখুনঃ