Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

আকাশটা কাঁপছিল ক্যান
শাহ আলম সরকার

“আকাশটা কাঁপছিল ক্যান” গানটি বাউল শিল্পী শাহ আলম সরকার লেখা এবং গাওয়া একটি গান।

আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

গীতিকারঃ শাহ্‌ আলম সরকার

আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

আকাশটা কাঁপছিল ক্যান,
জমিনটা নাচছিল কেন,
বড়পীর ঘামছিল কেন সেইদিন?
গান গাইছিলো খাজা যেইদিন||
আল্লাহ্ নবীর গান,
পীর আউলিয়ার শান,
যে বলে হারাম সেতো জ্ঞানহীন|

না জেনে ভেদ বাতেন,

শাহ আলম সরকার
হারাম তোমরা বলো কেন?
এ গান শুনেছেন নবী ইয়াসিন||
না করে গন্ডগোল,
খোল তোরা হাদিস খোল,
বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন?
যেদিন দ্বীনের নবী,
ছেড়ে যান পৃথিবী,
ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ||
সুরেতে দেয় আজান,
সুরে পড়ে কুরআন,
সুরেতে বয়ান করে ওয়াজিন|
কয় সরকার শাহ্ আলম,
গান আছে দুই রকম,
সু গানে স্বাগতম মুমিন।।

শাহ্‌ আলম সরকারঃ

শাহ্‌ আলম সরকার

আকাশটা কাঁপছিল ক্যান এর গীতিকার শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫। তিনি গ্রাম-গঞ্জ শহর নির্বিশেষে বাউল শিল্পী হিসেবে একজন জীবন্ত কিংবদন্তী ।

তিনি বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্মেছিলেন ।

তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার । তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী । প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন । তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব“খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে।

ব্যক্তিগত জীবনে শাহ আলম সরকার বিবাহিত ও তিন সন্তানের জনক । তিনি গীতিকার হিসেবে ( রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড ) পুরস্কার পান ।

আরও দেখুনঃ

Exit mobile version