![আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ] 1 আকাশের হাতে আছে একরাশ নীল](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_173,h_230/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-85.jpg)
“আকাশের হাতে আছে একরাশ নীল” গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার । এবং গানটি গেয়েছেন আঞ্জুমান আরা বেগম । আঞ্জুমান আরা বেগম একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী ।
আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ]
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আঞ্জুমান আরা বেগম
আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ]
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।