আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ]

আকাশের হাতে আছে একরাশ নীল
আঞ্জুমান আরা বেগম

“আকাশের হাতে আছে একরাশ নীল” গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার । এবং গানটি গেয়েছেন আঞ্জুমান আরা বেগম । আঞ্জুমান আরা বেগম একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী ।

আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ]

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আঞ্জুমান আরা বেগম

আকাশের হাতে আছে একরাশ নীল [ Akasher Hate Ache Akshari Nil ]

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

গাজী মাজহারুল আনোয়ারঃ

আকাশের হাতে আছে একরাশ নীল
গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।

চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি।

আঞ্জুমান আরা বেগমঃ

আকাশের হাতে আছে একরাশ নীল
আঞ্জুমান আরা বেগম

আকাশের হাতে আছে একরাশ নীল গানের গায়ক আঞ্জুমান আরা বেগম  ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চের গানে কণ্ঠ দিয়েছেন।বেগম ১৯৪২ সালের ১১ জানুয়ারি বর্তমান বাংলাদেশের  বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কাসিরউদ্দিন তালুকদার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৯ মে নিহত হয় এবং তার মাতা জিয়াউন্নাহার তালুকদার। বেগম ১৯৫৮ সালে ষোল বছর বয়সে প্রথম চলচ্চিত্রে নেপথ্য গানে কণ্ঠ দেন। ১৯৬২ সালে তিনি এহতেশাম পরিচালিত উর্দু ভাষার চান্দা চলচ্চিত্রের চান্দনী ভিগি ভিগি হাওয়া গানে কণ্ঠ দেন। গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

বেগম ২০০৪ সালের ২৯ মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

 

 

 

আরও দেখুনঃ

 

Leave a Comment